বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
বাংলাদেশের উন্নয়ন

কংগ্রেসে রেজুলেশন পাসে বিবৃতি ১৬৯ নাগরিকের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মহান স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে ২৯ মার্চ বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে এই অগ্রগতিকে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে রেজুলেশন উত্থাপনকারী কংগ্রেসম্যান জো উইলসনকে অভিনন্দন জানিয়েছেন ১৬৯ জন বিশিষ্ট নাগরিক। গত রবিবার এক বিবৃতিতে উত্থাপিত এই রেজুলেশন পাসের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানের সঙ্গে দেন-দরবারের জন্য আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী কয়েকজন হলেন নিউহ্যামশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ (রিপাবলিকান) আবুল খান, মিলবোর্ন সিটি মেয়র (ডেমোক্র্যাট) মাহাবুবুল আলম তৈয়ব, মিশিগানের হ্যাম্ট্রমিক সিটির ডেপুটি মেয়র কামরুল হাসান, নিউজার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক-বীর মুক্তিযোদ্ধা ড. নুরুননবী, মিলবোর্ন সিটির কাউন্সিলম্যান নুরুল হাসান ও হ্যামট্রমিক সিটির কাউন্সিলম্যান আবু আহমেদ মুসা।

সর্বশেষ খবর