রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আয়নার সামনে গিয়ে গলা কাটলেন যুবক!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী এলাকা থেকে রেশাদ আকবর প্রত্যয় নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, প্রত্যয় একটি বিশেষ মানসিক রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্তরা আয়নার সামনে গিয়ে গলা কেটে আত্মহত্যা করেন বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন। প্রত্যয়ও একই কাজ করেছেন। মৃত্যুর আগে সুইসাইডাল নোটে প্রত্যয় লিখেছেন, ‘এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস জীবনটাই শেষ করে দিলাম। আল্লাহ আমাকে ক্ষমা করে দিও।’ পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, গতকাল মিরপুর-১২ এর সি ব্লকের ২ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, প্রত্যয় নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন। ওই বাসাতে ছয়জন থাকতেন। একজন বাড়ি যাওয়ায় পাঁচজন বাসাতেই অবস্থান করছিলেন। গতকাল সকালে তার রুমমেট বেসিনের সামনে দেখেন প্রত্যয় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তারা বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তিনি ‘৯৯৯’-এ ফোন করেন। সেখান থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ওসি আরও বলেন, প্রত্যয় উচ্চশিক্ষিত, তিনি রাশিয়ায় পড়াশোনা করেছেন। বাড়ি যশোরে। শুক্রবার রাতে তার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে। বাবাকে তিনি বলেছেন, বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না, এটিই ছিল বাবার সঙ্গে প্রত্যয়ের শেষ কথা। তাছাড়া প্রাথমিকভাবে জানা গেছে, প্রত্যয় তিন বছর আগে বিয়েও করেছেন। স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ঘটনাস্থলে সিআইডিও কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, প্রত্যয় যশোরে এক চিকিৎসকের অধীনে চিকিৎসা নিতেন। আমরা তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, প্রত্যয়ের বিশেষ মানসিক রোগ ছিল। সাধারণত এই রোগের আক্রান্তরা আয়নার সামনে গিয়ে গলা কেটে আত্মহত্যা করে থাকেন। প্রত্যয়ও রান্নাঘর থেকে বঁটি নিয়ে নিজের গলায় পোজ মেরেছে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসক ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও জানিয়েছেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে।

 

সর্বশেষ খবর