বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে আসছে লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক

৭ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে আজ থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

গতকাল বিকালে আবহাওয়ার সতর্কবার্তায় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ৭ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। লঘুচাপটি ক্রমে শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মোচা’। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে। গতকাল দুপুরের পর সন্ধ্যা পর্যন্ত ঢাকায় দফায় দফায় হালকা বৃষ্টি হয়েছে। ঢাকায় মোট ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঝড়-বৃষ্টি বাড়ায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দূর হয়েছে। যদিও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর