শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা
সরগরম সিটি নির্বাচনের মাঠ

গাজীপুরে মেয়র প্রার্থীদের যত প্রতিশ্রুতি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মেয়র প্রার্থীদের যত প্রতিশ্রুতি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ ২৫ মে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে উঠছেন। মেয়র প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে ঘরোয়া বৈঠক করছেন। কাউন্সিলর প্রার্থীরাও বসে নেই। তারাও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করে যাচ্ছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ৯ মেয়র প্রার্থী মাঠে রয়েছেন। সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ তিন মেয়র প্রার্থী ও ২৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে মেয়র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ১৭ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্রের বৈধতা পেতে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন। বৃহস্পতিবার ও শুক্রবার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম শুনানি শেষে ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বাকিদের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রয়েছে।

দুর্নীতিমুক্ত স্বচ্ছ জবাবদিহিতামূলক সিটি গড়তে চাই : মো. আজমত উল্লা খান

আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি। আজমত উল্লা খান বলেছেন, ১৪ দল, স্বাধীনতার স্বপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, শান্তিকামী মানুষ, যারা গাজীপুরকে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক সিটি করপোরেশন হিসেবে দেখতে চায়, যারা তাদের সেবা নিশ্চিত হতে পারে এ রকম দেখতে চায় তারা নৌকা প্রতীক লুফে নিয়েছেন। সাধারণ জনগণ এটা লুফে নিয়েছে, মানুষের মধ্যে সে আলোচনা চলছে। তিনি বলেন, আমরা ঘরোয়া বৈঠক করছি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমি এবং আমার নেতা-কর্মীরা যোগাযোগ করছেন এবং মতবিনিময় করছেন। আজমত উল্লা খান আরও বলেন, আমি গাজীপুর সিটিকে গড়ে তুলতে চাই জনগণের অংশগ্রহণের ভিত্তিতে। আমি নির্বাচিত হতে পারলে সব দল-মত-শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সবার চাহিদামাফিক যেসব প্রকল্প প্রয়োজন তা অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করতে চাই। আমি একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন করতে চাই। এখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে। এখানে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিক সেবার যেসব খাত রয়েছে সেখানেও যাতে তারা নির্বিঘ্নে-নিশ্চিন্তে সেবা পেতে পারে তার ব্যবস্থা করব। আমি একটি পরিচ্ছন্ন নগরী করতে চাই।

সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে প্রার্থী হয়েছি : সরকার শাহনুর ইসলাম রনি

নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের ভাতিজা সরকার শাহনুর ইসলাম রনি। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক যুব ও শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের ছেলে। সরকার শাহনুর ইসলাম বলেন, ‘জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে, জনগণের ভোট কেড়ে নেওয়া না হলে আমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমরা অসম ময়দানে প্রতিকূল পরিস্থিতিতে লড়াইয়ে নেমেছি। নির্বাচন কমিশন ও প্রশাসন শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকবে কি না, ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবেন কি না, ইভিএমে জালিয়াতি রোধ হবে কিননা এসব নিয়ে এখনো আমাদের সংশয় রয়েছে। এসব সংশয় দূর করে আমাদের আস্থায় আনা নির্বাচন কমিশনের কাজ।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তি স্বার্থে প্রার্থী হইনি। নগরবাসীর স্বার্থে একটি সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নান এবং আমার বাবা-চাচাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রার্থী হয়েছি। নাগরিকদের সমস্যাগুলো, তাদের চাহিদাগুলো সামনে রেখে, সবার সহযোগিতা নিয়ে নগরটাকে সুন্দরভাবে সাজাতে চাই।’

বুদ্ধিবৃত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই : এম এম নিয়াজ উদ্দিন

জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন। তিনি গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যসচিব। এম এম নিয়াজ উদ্দিন বলেন, ‘বর্তমানে নির্বাচনের সুন্দর পরিবেশ আছে। প্রশাসন, নির্বাচন কমিশন সব দিক থেকেই আমার কাছে ভালো মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘নগরবাসীর জন্য মেয়রের নির্ধারিত একটা কাজ আছে। এর বাইরে নগরের মানুষের সুবিধাদির জন্য আরও কিছু কাজ করতে চাই। নগরবাসীর জন্য প্রশস্ত রাস্তা নির্মাণ, বৃক্ষ রোপণ, গ্যাস বিদ্যুৎ পানি সরবরাহ নিশ্চিত করতে চাই। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা খুব বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে নগরবাসীর সুবিধার্থে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বর্জ্য অপসারণ এবং রাস্তা পরিষ্কারের কাজ করার ইচ্ছা আছে আমার। আমি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। খাল ও নদী খনন এবং তার দুই ধারে বৃক্ষরোপণ, ওয়াকওয়ে নির্মাণ করা হবে। আমি পুরোপুরি বুদ্ধিবৃত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। লেখাপড়ার মান বৃদ্ধির চেষ্টা করব। সিটি এলাকার প্রত্যেক থানায় অন্তত একটি করে টেকনিক্যাল কলেজ নির্মাণ করব। তাছাড়া লাইব্রেরি স্থাপন, কবরস্থান নির্মাণে আমি জোর দেব।

স্মার্ট সিটি, স্মার্ট সেবা দিতে চাই : আবদুল্লাহ আল মামুন মণ্ডল

স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল্লাহ আল মামুন মণ্ডল আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আবদুল্লাহ আল মামুন মণ্ডল বলেন, ‘গাজীপুর সিটিতে উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক এটা নাগরিকদের প্রত্যাশা। নগরবাসীর কাছ থেকে যে জনসমর্থন, দোয়া, ভালোবাসা, স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি- আমি আশাবাদী ২৫ মে এই নগরের অধিকাংশ ভোটার আমাকে ভোট দেবেন। তারা আমাকে মেয়র নির্বাচিত করবেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এই নগরের সেবক ও খাদেম হয়ে সব পেশার, বর্ণের, ধর্মের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। এই নগরবাসীকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা উপহার দেব। নগরবাসীকে একটা স্মার্ট সিটি করপোরেশন এবং স্মার্ট সেবা উপহার দেব।’

ইসি প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা চাই : গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব। গাজী আতাউর রহমান বলেছেন, ‘গাজীপুর মহানগরকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল সিটি গড়ে তুলতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভূমিকায় মানুষ আস্থা রাখতে পারছে না। আমরা তাদের দায়িত্বশীল ভূমিকা আশা করছি। যাতে জনগণের মাঝে আস্থার পরিবেশ সৃষ্টি হয়। একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আমাদের প্রত্যাশা। সেই সঙ্গে নগরের ওলামায়ে কেরাম, বিশিষ্ট নাগরিক, সমাজসেবক ও সর্বস্তরের আদর্শবান নগরবাসীকে তিনি চরমোনাই পীর সাহেবের ডাকে সাড়া দিয়ে হাতপাখার পক্ষে নির্বাচনী লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান।

অটোমেটিক সিটি উপহার দিতে চাই : আতিকুল ইসলাম

গণফ্রন্টের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘গত পাঁচ বছরে নগরের প্রত্যেকটা ওয়ার্ডের সমস্যা আমি নোট করেছি। আমি হট লাইনের মাধ্যমে জনগণকে সেবা দিতে চাই। আমি নির্বাচিত হলে নগরীর ৫৭টি ওয়ার্ড থেকে ৫৭ জন উপদেষ্টা নিয়োগ দেব। প্রত্যেকটা ওয়ার্ডে পরিচালনা কমিটি করব। সবাইকে নিয়ে একটি আধুনিক সিটি গঠনই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। উপদেষ্টা নিয়োগ, ওয়ার্ড পরিচালনা কমিটি, হটলাইন দিয়ে এই শহরটাকে অটোমেশন করে খুব অল্প সময়ে একটি অটোমেটিক সিটি উপহার দেওয়াই আমার লক্ষ্য।’

আদর্শ মহানগর গড়তে চাই : মো. রাজু আহমেদ

জাকের পার্টির মেয়র প্রার্থী মো. রাজু আহমেদ। তিনি বলেন, গাজীপুর সিটির বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের বিষয়টি অগ্রাধিকার থাকবে। গাজীপুর মহানগরকে একটি আদর্শ মহানগর হিসেবে গড়ে তুলতে চাই। তাছাড়া মহানগরে যানজট সমস্যা, শ্রমজীবী ও গার্মেন্ট কর্মীদের সমস্যাগুলো জনগণকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করব।’ গাজীপুরের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও স্বতন্ত্র প্রার্থী মো. হারুন অর রশীদের বক্তব্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ খবর