মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

দিন দিন সরুই হচ্ছে তুরাগ

আফজাল, টঙ্গী

দিন দিন সরুই হচ্ছে তুরাগ

দিন দিন সরু হচ্ছে তুরাগ নদ! হারিয়ে যাচ্ছে নদের ঐতিহ্য। যে কারণে নৌ-পরিবহন চলাচল বন্ধ প্রায়। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে নৌকাবিলাসও। দখল, দূষণ ও নাব্যতাই এর মূল কারণ। বিআইডব্লিউটিএ নদের প্রাণ ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করলেও এর বাস্তবতা কতটুকু তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

সরেজমিন ঘুরে জানা যায়, রাজধানীর সন্নিকটে কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদ দিন দিন সরু হয়ে যাচ্ছে। এখন মরা খালে পরিণত। একদিকে প্রভাবশালীদের দখল আরেক দিকে ওয়াশিং ও ডাইং কারখানা কর্তৃক বিষাক্ত তরল বর্জ্য নদে ফেলা এবং নদের খনন কাজে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে নদ শুকিয়ে মরে গেছে। নদ মরে যাওয়ায় নৌযান চলাচলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত টঙ্গী নদীবন্দর (টার্মিনাল) অকেজো হয়ে পড়েছে। একদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ অন্যদিকে পরিবেশ অধিদফতর কর্তৃক যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এর ভয়াবহতা বেড়েই চলছে। নদের দিকে তাকালে মনে হয় এ যেন ময়লার ড্রেন! নদের পাশ দিয়ে হাঁটতে হচ্ছে নাক চেপে। আর এসব ময়লা-আবর্জনা পচা পানির দুর্গন্ধে অসুস্থ হচ্ছে অনেকেই। তাই প্রথমত নদের পানি পরিষ্কারের ব্যবস্থা এবং নৌযান চলাচলের ব্যবস্থা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নদের অস্তিত্ব ফিরিয়ে আনতে বিআইডব্লিউটিএ কর্তৃক ব্যাপক উদ্যোগ গ্রহণ করলেও আসলে কতটাই বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন রয়েই গেছে জনমনে। টঙ্গীর আইচি খেয়াঘাটের এক মাঝি মোহাম্মদ আল-আমিন বলেন, ভাই পানিতে ময়লা-আবর্জনা থাকায় নদের ওপর নৌকায় বসা যাচ্ছে না। একদিকে ময়লা-আবর্জনার দুর্গন্ধ অন্যদিকে মশার কামড়। নদের তীরে অবস্থিত সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান বলেন, তুরাগ নদের পানি এখন আর আগের মতো নেই। পানিতে ময়লা-আবর্জনা আর দুর্গন্ধের কারণে পানি ব্যবহার করছেন না কেউ। নদীর পানি শুকিয়ে গেছে আবার পানিতে ময়লা-আবর্জনার দুর্গন্ধ থাকায় নৌপথে ব্যবসায়ীরা টঙ্গী বাজারে আসছেন না। এ বিষয়ে সরকারকে কঠোর উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে টঙ্গী নদীবন্দরের সহকারী পরিচালক মো. শাহ আলম মিয়া বলেন, নদের গভীরতা বাড়াতে ড্রেজিং কাজ চলমান রয়েছে, ড্রেজিং কাজ শেষ হলে হয়তো নদের পানি কালো থাকবে না। তবে বিভিন্ন কলকারখানার মালিকরা তাদের কারখানার বিষাক্ত তরল বর্জ্য নদীতে ফেলে পানি দূষিত করছে। নদী বাঁচাতে কারখানা কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া পরিবেশ অধিদফতরকে পদক্ষেপের মাধ্যমে এর ব্যবস্থা নিতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর