বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা
বরিশাল

আওয়ামী লীগে রহস্য কৌশলী জাতীয় পার্টি

রাহাত খান, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি গঠন করেছেন। অন্যদিকে মনোনয়ন পাওয়ার পর বরিশালে আসার সময় মোটর শোভাযাত্রা এবং নগরীতে সমাবেশ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে তলব করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া সিটির বাইরে কৌশলী নির্বাচনী সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী তাপস।

নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে তীব্র সমালোচনার পর ৩১ সদস্যের নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি গঠন করেছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। কমিটির ১ নম্বরে রেখেছেন বড় ভাই হাসানাত আবদুল্লাহকে। আরও রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব). জাহিদ ফারুক, সাবেক    এমপি জেবুন্নেছা আফরোজ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও সম্পাদক সাবেক এমপি শেখ টিপু সুলতান, জেলা জাসদ সভাপতি আবদুল হাই মাহবুব, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা খান আলতাফ হোসেন ভুলু, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. মো. আবদুল কাইউম, সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজ, জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন ও সম্পাদক পুষ্প চক্রবর্তী, সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অধ্যাপক শাহ্ শাজেদা, চিকিৎসক নেতা ডা. পীজুষ কান্তি দাস, ডা. ইসতিয়াক আহম্মেদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নজমুল হোসেন আকাশ, বর্তমান সভাপতি শুভঙ্কর চক্রবর্তী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি আজমল হোসেন লাবু ও ব্যবসায়ী মশিউর রহমানসহ আওয়ামী লীগের আরও কয়েকজনকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ কিংবা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর কমিটিতে স্থান পাননি। গত ১ মে আওয়ামী লীগ প্রার্থী তার নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্যের কমিটি প্রকাশ করলেও সেখানে রাখা হয়নি জেলা আওয়ামী লীগের নিয়ন্ত্রক হাসানাত আবদুল্লাহসহ জেলা ও মহানগরীর শীর্ষ নেতাদের। সব পক্ষের মন রক্ষা করে নির্বাচনী বৈতরণী পার করতে সোমবার রাতে প্রধান নির্বাচনী কার্যালয়ে ৩১ সদস্যবিশিষ্ট নৌকার নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি ঘোষণা করেন প্রার্থী খোকন সেরনিয়াবাত। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়। বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী নৌকার বিজয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিসিসি নির্বাচনে নৌকার অন্যতম সমন্বয়কারী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম বলেন, উপদেষ্টা কমিটি গঠনের মাধ্যমে নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত প্রকারান্তরে নির্বাচন পরিচালনার সব দায়িত্ব বড় ভাই রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর হাতে অর্পণ করছেন। নৌকার বিজয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ বলে তিনি জানান।

হাতপাখার প্রার্থীকে কমিশনে তলব : মনোনয়ন পাওয়ার পর প্রথমবার বরিশালে আসার সময় মোটর শোভাযাত্রা এবং নগরীতে সমাবেশ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে তলব করেছে নির্বাচন কমিশন। সোমবার বিকালে গড়িয়ারাপাড় থেকে নগরীর আমতলা পর্যন্ত কয়েক শ মোটরযান নিয়ে শোভাযাত্রা এবং সেখানে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করীম গতকাল বিকালে বলেন, আমরা নির্বাচনী আইনের লঙ্ঘন করছি না। আইনগতভাবেই রিটার্নিং কর্মকর্তার চিঠির জবাব দেওয়া হবে।

সিটির বাইরে জাপার কৌশলী নির্বাচনী সমাবেশের প্রস্তুতি : সিটির বাইরে জেলার সীমান্তবর্তী রহমতপুরে জাপা চেয়ারম্যান জি এম কাদের এমপিসহ জাতীয় নেতাদের উপস্থিতিতে এক সমাবেশ বাস্তবায়ন এবং নিজ বাসায় অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি নিয়ে ব্যস্ত জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। কাল ১১ মে কৌশলে রহমতপুরে নির্বাচনী সমাবেশ করবেন তারা। এর মধ্যেও গতকাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় করে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন তাপস।

সর্বশেষ খবর