বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা
খুলনা

পাঁচ বছরের উন্নয়নের গল্প শোনাবেন খালেক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পাঁচ বছরের উন্নয়নের গল্প শোনাবেন খালেক

তালুকদার আবদুল খালেক ২০১৮ সালে দ্বিতীয় দফায় সিটি মেয়রের দায়িত্ব নেওয়ার পর খুলনাকে স্বাস্থ্যসম্মত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। খুলনায় এডিপির তিনটি প্রকল্পে সড়ক-ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন কাজ চলমান রয়েছে।

চলতি ২০২২-২৩ অর্থবছরে এই তিন প্রকল্পে প্রায় ৪২২ কোটি ৭৪ লাখ টাকার কাজ চলমান রয়েছে। এ ছাড়া বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে জলাবদ্ধতা নিরসন, বস্তিবাসীর জীবনমান উন্নয়ন ও বর্জ্যকে সম্পদে পরিণত করার একাধিক প্রকল্পের কাজ চলছে। সিটি মেয়র বলছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে খুলনা একটি স্বাস্থ্যকর সমৃদ্ধ নগরীতে পরিণত হবে। এদিকে গত পাঁচ বছরে সার্বিক উন্নয়ন কার্যক্রম নগরবাসীকে অবহিত করতে আজ নগর ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক এতে বক্তব্য রাখবেন। গতকাল সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এ তথ্য জানান। খুলনা সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে ও ভোটগ্রহণ ১২ জুন। এবারের নির্বাচনে বিএনপি অংশ না নিলেও এরই মধ্যে সাত মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে নির্বাচনে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারনায় আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক এগিয়ে রয়েছেন।

সর্বশেষ খবর