বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

যমুনা টিভির নিউজরুম এডিটরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগানে একটি বাড়ি থেকে কুদরত-ই-খুদা হৃদয় (২৫) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যমুনা টেলিভিশনের নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে লেক সার্কাস রোডে ৯৫ নম্বর বাড়ির অষ্টম তলার চিলেকোঠার একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানান কলাবাগান থানার এসআই মঞ্জুরুল ইসলাম সজীব। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয় আত্মহত্যা করেছেন। পারিবারিক ও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি হতাশ ছিলেন বলে জানতে পেরেছি। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে কালো কাপড় দিয়ে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন। এ বিষয়ে কলাবাগান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। হৃদয়ের সহকর্মীরা জানান, চার মাস আগে হৃদয় যমুনা টিভিতে যোগ দেন।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যমুনা টেলিভিশনের মাধ্যমে খবর পেয়ে কলাবাগানের লেক সার্কাস রোডের ওই বাসা থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করবেন এমন একটি পোস্ট যমুনা টেলিভিশনের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে দিয়েছিলেন বলে জানা গেছে। আত্মহত্যার কারণ সম্পর্কে ওসি বলেন, একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হৃদয়ের। হয়তো সে সম্পর্কের জেরে অভিমানে তিনি আত্মহত্যা করতে পারেন। হৃদয়ের ভগ্নিপতি টি এম আরিফুজ্জামান ইমন বলেন, হৃদয় সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর উত্তর ধানবান্দি গ্রামের ইতালি প্রবাসী আরিফ হোসেন মিঠুর ছেলে। সকালে গ্রাম থেকে সংবাদ পেয়ে কলাবাগানের বাসায় গিয়ে হৃদয়কে মৃত অবস্থায় দেখতে পাই।

সর্বশেষ খবর