বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

বান্দরবানে গুলিতে নিহতদের লাশ হস্তান্তর মামলা হয়নি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ির পাইংক্ষ্যং পাড়ায় উদ্ধারকৃত গুলিবিদ্ধ তিনজনের লাশ ময়নাতদন্ত শেষে বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) কাছে হস্তান্তর করেছে পুলিশ। এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি। গতকাল দুপুরে বান্দরবান সদর হাসপাতাল মর্গ চত্বরে তিন লাশ গ্রহণ করেন বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি লালজার বম। তিনি জানান, ধর্মীয় রীতি অনুযায়ী নিহতদের শেষকৃত্য সম্পন্ন করা হবে। রোয়াংছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি। তবে কেউ লিখিত অভিযোগ দিলে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের পরিচয় প্রকাশ করেছে। এরা হচ্ছেন- লাল লম লিয়ান বম (২৫), সাং লিয়ান বম (১৯) এবং নেম থাং বম (৩৫)। ‘কেএনএফ’ দাবি করেছে, এরা সবাই সাধারণ মানুষ। তারা কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত নয়। তবে এ বিষয়ে বিবদমান অন্য গ্রুপ ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)’ এর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ‘কেএনএফ’ সূত্র জানায়, নিহতদের একজন স্কুলছাত্র, একজন জীবিকার জন্য মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করে থাকে এবং অন্যজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

 

 

 

সর্বশেষ খবর