বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা
ট্রলারে ১০ লাশ

স্বীকারোক্তিমূলক জবানবন্দি কাউন্সিলর খায়েরের

কক্সবাজার প্রতিনিধি

নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ লাশ উদ্ধারের মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেন। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জবানবন্দি গ্রহণ করেন কক্সবাজার সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা। এ বিষয়ে কক্সবাজার সদর থানার তদন্তকারী কর্মকর্তা (পরিদর্শক) দুর্জয় বিশ্বাস জানান, গত শুক্রবার রাতে মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফের আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আসামিকে হাজির করা হয়। বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে নেওয়া হলে কাউন্সিলর খায়ের ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে তিনি বলেন, ‘১৬৪ ধারায় জবানবন্দিতে আসামি আদালতকে কী বলেছেন- তা আমি জানি না। ওটা আদালত ভালো জানেন।’ অবশ্য তিনি জানান, এই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি সংক্রান্ত একটি সংবাদ জাতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে আদালতের দৃষ্টি গোচর হয়েছে, যা উচিত ছিল না বলে মন্তব্য করেছেন বিচারক। মামলার পূর্ণাঙ্গ তদন্ত ও আসামি গ্রেফতারের আগেই বেআইনিভাবে ১৬৪ ধারার মতো গুরুত্বপূর্ণ গোপনীয় রাষ্ট্রীয় দলিল গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এবং গ্রেফতার করার আগেই ১৬৪ ধারায় বর্ণিত আসামিদের নাম ঠিকানা সম্পূর্ণ প্রকাশ করার কারণে নথি সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ প্রদান করেছেন আদালত। প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সাগরে ভাসমান একটি ট্রলার থেকে হাত-পা বাঁধা ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।

সর্বশেষ খবর