বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা
স্বর্ণালংকার ও টাকা লুট

বাসা ভাড়ার কথা বলে বিষ খাইয়ে নারীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ে ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে বেলের শরবতের সঙ্গে বিষ পান করিয়ে হাসিনা বেগম (৫৫) নামে এক গৃহিণীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সবুজবাগের দক্ষিণগাঁও ২ নম্বর রোডের ২৯৪ নম্বর বাড়িতে ওই ঘটনা ঘটে। স্বজনরা বলছেন, স্বর্ণের চেইন, চুড়ি, কানের দুল হাতিয়ে নিতে কৌশলে ওই নারীকে বিষ পান করায় প্রতারক চক্রের সদস্যরা। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার জানান, সোমবার দুই নারী ভাড়া নেওয়ার কথা বলে ওই বাসায় যান। তৃতীয় তলা বাড়িটির দ্বিতীয় তলার একটি বাসা ভাড়া নেবে বলে তখন ৫০০ টাকা অগ্রিম দিয়ে চলে যান। মঙ্গলবার ওই দুই নারীসহ তিনজন আবার আসেন। তখন বাসায় একাই ছিলেন হাসিনা বেগম। এ সময় বেলসহ কিছু ফল তাদের কাছে ছিল। সেই বেল নিজেরাই শরবত বানিয়ে হাসিনা বেগমকে পান করান। এরপর অচেতন হয়ে পড়লে তারা ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন, চুড়ি, কানের দুল এবং বাসায় থাকা কিছু টাকা হাতিয়ে নিয়ে চলে যান। পরে দুপুরে আশপাশের ভাড়াটিয়ারা দেখেন, রুমের ভিতর অচেতন হয়ে পড়ে আছেন হাসিনা বেগম। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে মুগদা হাসপাতালে, পরে সেখান থেকে মঙ্গলবার দিবাগত রাতে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ঘটনাটির বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতকদের আটকের চেষ্টা চলছে। নিহতের মেয়ের জামাই আবু বক্কর সিদ্দিক জানান, তৃতীয় তলা নিজেদের বাড়ির নিচ তলায় থাকেন তার শ্বশুর ও শাশুড়ি। পাঁচ মেয়ের সবাই তাদের পরিবারের সঙ্গে একেকজন একেক এলাকাতে থাকেন। বাসার পাশেই একটি মুদিদোকান রয়েছে তার শ্বশুর ইউসুফ আলীর। মঙ্গলবার বেলা ১১টার দিকে যখন দুষ্কৃতকারীরা বাসায় আসে, তখন তাদের সঙ্গে বেশ কিছু বাজার ছিল, সঙ্গে ছিল কিছু ফলও। এরপর হাসিনা বেগমের সঙ্গে আড্ডা জমান তারা। একপর্যায়ে বেলের শরবত তৈরি করে ওই দুই নারী হাসিনা বেগমকে পান করান। এই সঙ্গে তার মাথায় মেহেদি জাতীয় কিছু মেখে দেয়। পরবর্তীতে দ্বিতীয় তলার বাসার কাজের মেয়ে নেমে দেখেন, তাদের রুমটি খোলা, জিনিসপত্র সব এলোমেলো। আর খাটের ওপর পড়ে আছেন হাসিনা বেগম।

তখন তার চিৎকারে সবাই রুমে যান। বাসায় কী পরিমাণ টাকা ছিল- সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।

সর্বশেষ খবর