বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

মা-বাবার মৃত্যুর দুই দিন পর ঢাকায় ইরানির লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বারিধারায় একটি বাসায় থাকতেন ইরানি নাগরিক গোলনারি সহিদ (৪০)। মঙ্গলবার বিকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল ভোরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। তিনি জাতিসংঘ শরণার্থী শিবিরের তালিকাভুক্ত সদস্য।

ক্যান্টনমেন্ট থানার এসআই গোলাম মোস্তফা বলেন, দুই-তিন দিন আগে গোলনারি সহিদের বাবা-মা সড়ক দুর্ঘটনায় মারা যান। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। মঙ্গলবার বিকালে পাশের রুমে থাকা তার বন্ধু ইবরাহিম দেখতে পান ফ্লোরে অসুস্থ হয়ে পড়ে আছেন গোলনারি সহিদ। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ খবর