শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

এসএসসির ভুয়া প্রশ্ন বিক্রির অভিযোগে তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ খুলে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ভুয়া প্রশ্ন বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, নগরের বাকলিয়া থেকে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- আহমদ রেজা খান, আমরান ও মো. রিফাত। রিফাত ও আরমান পটিয়ার একটি কলেজের স্নাতক সম্মান প্রথম বর্ষের ছাত্র এবং আহমদ রেজা খান নগরের একটি মাদরাসার ফাজিলে পড়ছে। র‌্যাব সূত্র জানায়, গ্রেফতাররা বিগত কয়েক বছরের প্রশ্নপত্রকে চলমান এসএসসি ও সমমানের দাবি করে ফেসবুক পেজ খুলে প্রচারণা চালাচ্ছিল। প্রত্যেক বিষয়ের জন্য তাদের কাছে তিন সেট করে প্রশ্নপত্র আছে বলেও জানায়। তাদের কাছে ভুয়া প্রশ্নপত্র বিক্রির বিভিন্ন আলামত পাওয়া গেছে। প্রশ্নপত্র বিক্রির জন্য তারা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহার করত। ভুয়া প্রশ্ন বিক্রি করে বিকাশে টাকা আদায় করত।

সর্বশেষ খবর