রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

সোনা নিয়ে সংঘর্ষে দুজন জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে পাচারের সোনা ভাগাভাগি নিয়ে দুই দলের সংঘর্ষের ঘটনায় দুই পাচারকারী রক্তাক্ত জখম হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১ কেজি ৮৬৫ গ্রাম ওজনের চারটি সোনার ফ্ল্যাট বারসহ তিনজনকে আটক করে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী ঘুগরাগাছি গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার সোনার মূল্য ১ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ৮৭৫ টাকা। আটকরা হলেন ঘুগরাগাছির মৃত আবদুল কাদের খানের ছেলে মাজহারুল ইসলাম খান পল্টু (৩২) ও হাশেম খানের ছেলে আছির উদ্দিন মাস্টার (৪২) এবং বারান্দী গ্রামের মৃত আবদুল আজিজ খানের ছেলে শাহাবুদ্দিন খান (৪২)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, জীবননগরে পাচারের সোনা ভাগাভাগি নিয়ে দুই দল ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে মাজহারুল ও আছির উদ্দিন জখম হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তিন পাচারকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চারটি সোনার গলানো বার উদ্ধার করা হয়, যার ওজন ১ কেজি ৮৬৫ গ্রাম।

আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

 

সর্বশেষ খবর