সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা

মঞ্চে তিন নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চে তিন নাটক

পদাতিক নাট্য সংসদ আয়োজিত সাত দিনের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের তৃতীয় দিন গতকাল শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে মঞ্চায়ন হলো তিনটি নাটক। এর মধ্যে সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ভারতের টেন্থ প্ল্যানেট থিয়েটার গ্রুপের নাটক ‘একটি সেলসম্যানের মৃত্যু’, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাট্যকেন্দ্র প্রযোজিত নাটক ‘পুণ্যাহ’ এবং স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় ভারতের আরেক দল চাকদাহ নাট্যজনের নাটক ‘কোলেবোসে’।

সামাজিক পুঁজিবাদের বিরুদ্ধের গল্প নিয়ে রচিত হয়েছে শরণ্য দে নির্দেশিত ‘একটি সেলসম্যানের মৃত্যু’ নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সীমা ঘোষ, রাজু বেরা, পারমিতা সাহা, সুমিত দে, রাহুল রায়, অর্পিতা পাল, শরণ্য দে, পৃথ্বীশ বৈদ্য, অভিজিৎ বসাক, ত্রিধারা চ্যাটার্জি, হরিদাস দে প্রমুখ।

অন্যদিকে, বদরুজ্জামান আলমগীর রচিত ও ইউসুফ হাসান অর্ক নির্দেশিত  নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’ নাটকে অভিনয় করেছেন- ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, শেখ মাহবুবুর রহমান, রামকৃষ্ণ মিত্র হিমেল, সাইফুল সরকার, হাবিব মাসুদ, নুরে আলম নয়ন, সংগীতা চৌধুরী, ইবতেসাম মাহমুদ শ্যামা, মনামী ইসলাম কনক, শহীদুল্লাহ সবুজ, কৌশিক বিশ্বাস, সাজিদ, এস আই রাজ, ইফফাত আরা, নারিন আফরোজ লিনসা, ঐন্দ্রিলা  মজুমদার, তন্ময় আশরাফ, ফারহান রুমি, রাজীব, প্রশান্ত স্বর্ণকার, ড. নির্ঝর অধিকারী প্রমুখ। ১৮ মে শেষ হবে সাত দিনের এই নাট্যোৎসব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর