মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

যাবজ্জীবন রায় শোনার আগেই পালালেন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ফেনসিডিল পাচার মামলায় নাহিদুল ইসলাম নাহিদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে আদালতে হাজিরা দিলেও রায় শোনার আগেই তিনি পালিয়ে যান। খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান গতকাল এ রায় ঘোষণা করেন।

জানা যায়, আসামিপক্ষের আইনজীবী আদালতে আসামি নাহিদুল ইসলাম হাজির আছেন জানিয়ে নথি উপস্থাপন করেন। রায় ঘোষণার আগমুহূর্তে আসামিকে আদালতকক্ষে ডাকা হয়। তখন তাকে পাওয়া যায়নি। পরে আসামির অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়। ২০১১ সালের ২৭ ডিসেম্বর খুলনা নগরীর ময়লাপোতা সান্ধ্যবাজার এলাকায় ট্রাকে ফেনসিডিল পাচারের সময় তা দুর্ঘটনায় পড়ে। ওই ট্রাক থেকে কালো পলিথিনে মোড়ানো ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও আসামি নাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক জেলহাস উদ্দিন বাদী হয়ে মামলা করেন। ২০১২ সালের ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাব্বির আহমেদ জানান, রায় ঘোষণার আগে আসামি নাহিদুল ইসলামকে আদালতকক্ষে ডেকে পাওয়া যায়নি। আসামিপক্ষের আইনজীবী দুঃখ প্রকাশ করে আসামির হাজিরা প্রত্যাহার করে নেন।

সর্বশেষ খবর