মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

ওষুধের মোড়কে ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজধানীতে ওষুধের মোড়কে ফেনসিডিল আনতেন আয়ুর্বেদিক চিকিৎসক জাহাঙ্গীর আলম (৪৫)। রবিবার মিরপুরের কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে জাহাঙ্গীরসহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আজগর আলী ওরফে সনু (৩৪)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গতকাল এসব জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তার চেম্বার আছে। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবীদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবে। চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল এনে রাজধানীতে বিক্রি করতেন জাহাঙ্গীর। কেউ যাতে সন্দেহ করতে না পারে সে জন্য ফেনসিডিল আনতেন ওষুধের মোড়কে। রবিবারও তিনি ‘তুলসী’ নামে একটি কাশির সিরাপের মোড়কের ভিতর ফেনসিডিল আনেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর