মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা, গ্রেফতারের বিষয়ে জানতে চেয়েছেন হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে ক্ষমতাসীন দলটির নেতারা বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকেই সন্ত্রাসী দল। হত্যা ও ক্যুর সঙ্গে জড়িত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির মধ্য দিয়ে আবারও সে মুখোশ উন্মোচিত হয়েছে। তারা নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। নেত্রী তো দূরের কথা, একটি কর্মীকেও যদি হুমকি দেওয়া হয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসে থাকবে না। এবার আর প্রতিবাদ নয়, এখন থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করতে হবে। ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির সমাবেশ চলাকালে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেন। এ ঘটনায় তার নামে মামলা হয়েছে। গতকাল রাতে এ প্রতিবেদন তৈরি পর্যন্ত তাকে আটক করা যায়নি। পুলিশ তাকে খুঁজছে বলে জানা গেছে। বরিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা করেন। এর প্রতিবাদে গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৭৫টি ওয়ার্ড ও ২৪টি থানা এবং উত্তরের ৫৪টি ওয়ার্ড ও ২৬টি থানায় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ ছাড়া ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন প্রতিবাদ সমাবেশ করে প্রধানমন্ত্রীর হুমকিদাতা আবু সাঈদকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানায়। এ ঘটনার নিন্দা জানিয়ে দেশের ২৩ বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন।

গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শাহবাগ, পল্টন ও মতিঝিল থানার উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফী, মহানগর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি, মিরাজ আহমেদ, রিয়াজউদ্দিন রিয়াজ, সাইফুন নবী সাগর, রাশেদুল মাহমুদ রাসেল, কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী গৌরবসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর আওয়ামী লীগের ২২টি থানায় বিক্ষোভ মিছিল হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মোহাম্মদপুর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, মহানগর আওয়ামী লীগ নেতা আজিজুল হক রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। মিরপুর-১ নম্বরে মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক এ বি এম মাজহার আনাম, মিজানুর রহমান মিজান, মিরপুর-১০ নম্বরে নেতৃত্ব দেন উত্তরের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পী। বিকালে ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করে। ওয়ারীর স্ট্রিট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে সুলতানা কামাল সেতু-সংলগ্ন চৌরাস্তায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু। যাত্রাবাড়ীতে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। এতে প্র্রধান অতিথি ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সমাবেশে সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না, কাউন্সিলর আবুল কালাম অণুসহ অনেকেই বক্তৃতা করেন। বাড্ডা থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মো. ফারুক মিলন, বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ২১, ৩৭, ৩৮ ও ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি তাপস, শেখ সেলিম, আইয়ুব আনসার মিন্টু, জাহাঙ্গীর আলমসহ দলের সহযোগী সংগঠনের নেতারা। শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মহিলা আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম পারভীন শিলাসহ নেতারা বক্তৃতা করেন। বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে কৃষক লীগ। সমাবেশে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি সমীর চন্দ। প্রধানমন্ত্রীকে হুমকিদাতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবি ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। এতে বক্তব্য রাখেন হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. আনোয়ার হোসেন, বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, কাজী মাজহারুল ইসলাম, মো. সাইফুর রহমান সোহাগ, মশিউর রহমান চপল, মাইন উদ্দিন রানা, মো. ইসমাইল হোসেন, এইচ এম রেজাউল করিম রেজা, জয়দেব নন্দী, মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। এ সময় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনসহ উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশ থেকে শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এর আগে বরিবার রাতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিকে রাজধানীর উত্তরায় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা ও প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনায় ১৫ হাজার লোকের মেজবানি করেছেন।

অন্যদিকে প্রধামন্ত্রীকে হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের স্মার্ট প্যানেলের চেয়ারম্যান পদপ্রার্থী  আবদুল আহাদ চৌধুরী ও মহাসচিব (প্রশাসন) পদপ্রার্থী সফিকুল বাহার মজুমদার টিপুর নেতৃত্বাধীন স্মার্ট প্যানেলের বীর মুক্তিযোদ্ধারা এ প্রতিবাদ জানান।

২৩ বিশিষ্ট নাগরিকের বিবৃতি : প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ ও অভিযুক্ত ব্যক্তি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। দেশের ২৩ বিশিষ্টজন এ বিবৃতিতে স্বাক্ষর করেন। বিবৃতিতে সাম্প্রতিক সময়ে বর্তমান সরকার এবং দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সম্পর্কে দেশবাসীকে সদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিদাতারা হলেন  সাংবাদিক আবেদ খান, সংগীতজ্ঞ সুজেয় শ্যাম, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, কবি ড. মুহাম্মদ সামাদ, চিকিৎসক অধ্যাপক ড. কামরুল আহসান খান প্রমুখ।

রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বিএনপি যেখানেই কর্মসূচি পালন করবে আমরা তাদের সেখানেই বাধা দেব।’ গতকাল নগরের আন্দরকিল্লা মোড় চত্বরে প্রতিবাদ সমাবেশ করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সমাবেশ-পরবর্তী বিশাল বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা চত্বর থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে শেষ হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, ‘রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেবল ব্যক্তিগত বক্তব্য নয়, এটি দলীয় বক্তব্য। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন আহমদ, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী বক্তৃতা করেন।

বগুড়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বিকালে শহরের সাতমাথা মুজিব মঞ্চে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। দলের জেলা সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল প্রমুখ।

আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সেই বিএনপি নেতাকে গ্রেফতারের বিষয়ে জানতে চেয়েছেন হাই কোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাই কোর্ট। পাশাপাশি এ বিষয়ে পুলিশের সর্বশেষ পদক্ষেপও জানতে চাওয়া হয়েছে। গতকাল বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত ১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গতকাল বিষয়টি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহম্মদ ভূঁইয়া। এরপর হাই কোর্ট বিষয়টি পর্যালোচনা করে আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের সর্বশেষ তথ্য জানাতে আদেশ দেন।

প্রধানমন্ত্রীকে হুমকির ঘটনায় বিএনপি নেতা চাঁদের নামে মামলা : রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে মামলা হয়েছে। রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে এ মামলাটি দায়ের করা হয়েছে। পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

 

সর্বশেষ খবর