বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

পায়ুপথ দিয়ে বের হলো দেড় হাজার পিস ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে আবদুর রশিদ (৪৫) নামে এক রোহিঙ্গার পায়ুপথ দিয়ে বের করা হয়েছে দেড় হাজার পিস ইয়াবা। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রবিবার এসব ইয়াবা বের করেন। আবদুর রশিদ কক্সবাজারের টেকনাফের মুছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানায়, রশিদ স্কচটেপে মোড়ানো ইয়াবার পোঁটলা কলার ভিতর ঢুকিয়ে গিলে ফেলে অটোরিকশায় কক্সবাজার শহরে যাচ্ছিলেন। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় পুলিশের বিশেষ তল্লাশি চৌকিতে তিনি সন্দেহজনকভাবে আটক হন। তাকে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার রাতে আবদুর রশিদ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এক্স-রে করে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। তখন আবদুর রশিদ পুলিশের কাছে পেটে ইয়াবার কয়েকটি পোটলা থাকার কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সোমবার আবদুর রশিদকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ইয়াবাগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রির জন্য কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন আবদুর রশিদ। প্রথমে ইয়াবাগুলো পাকা কলার ভিতরে ঢোকানো হয়। তারপর কলা গিলে ফেলেন তিনি। একই পদ্ধতিতে আরও কয়েকবার আবদুর রশিদ ইয়াবা পাচার করেছেন। এর আগে ৩ এপ্রিল টেকনাফের সাবরাং ইউনিয়নের রুহুল্যারডেপা এলাকায় পেটে ইয়াবা পাচারের সময় মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারী নামে এক যুবকের মৃত্যু হয়। এ ছাড়া গত বছরের ২৩ সেপ্টেম্বর ইয়াবার বিষক্রিয়ায় মারা যান টেকনাফ পৌরসভার বাজারপাড়ার শুকুর আলী। ময়নাতদন্তের সময় তার পেট থেকে উদ্ধার করা হয় দেড় হাজার ইয়াবা।

সর্বশেষ খবর