মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে বিএনপির ৬৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে ঘটনার সময় কারাগারে থাকা দুই নেতাকেও আসামি করা হয়েছে, অভিযোগ করেছে বিএনপি। নগরের চান্দগাঁও থানার এসআই লুৎফর রহমান কাজল বাদী হয়ে গতকাল মামলাটি করেন।

চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বলেন, রবিবার বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, মোশাররফ হোসেনসহ ৩৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার ১ নম্বর আসামি আলী মর্তুজা খান ও জ্যাকসন রবিবার ঘটনার সময় কারাগারে ছিলেন। স্বেচ্ছাসেবক দলনেতা আলী মর্তুজা খান বলেন, ঘটনার সময় তো আমি কারাগারে ছিলাম। আজকে (সোমবার) বিকাল সাড়ে ৫টার দিকে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছি। কারাগারে থেকে কীভাবে মামলার আসামি হলাম তা বুঝতেছি না। নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, মামলার মতো কোনো ঘটনা ঘটেনি। পুলিশ বিএনপির আন্দোলনকে দমানোর জন্য মামলা করেছে।

সর্বশেষ খবর