শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

মঞ্চে পড়ে গেলেন বাইডেন

প্রতিদিন ডেস্ক

মঞ্চে পড়ে গেলেন বাইডেন

মঞ্চ থেকে হুমড়ি খেয়ে পড়ে যান জো বাইডেন -এএফপি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার মঞ্চ থেকে হুমড়ি খেয়ে পড়ে গেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার কলোরাডোতে ইউএস এয়ারফোর্স একাডেমির স্নাতক ডিপ্লোমা (ডিগ্রি) হস্তান্তর অনুষ্ঠানের মঞ্চে এ ঘটনা ঘটে। পড়ে যাওয়ার পর বাইডেনকে তার নিরাপত্তারক্ষীরা দুই হাত ধরে টেনে তোলেন। এ ঘটনায় বাইডেন কোনো আঘাত পাননি বা তার কোনো ক্ষতি হয়নি বলে  জানানো হয়েছে। সূত্র : বিবিসি, পার্সটুডে। জো বাইডেনের বর্তমান বয়স ৮০ বছর। তিনিই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট। এর আগে ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হওয়ার পর একবার পড়ে গিয়ে পা ভেঙেছিল বাইডেনের। ওই সময় পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে তার পা ভাঙে। এ ছাড়া প্রেসিডেন্ট হওয়ার পর এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতেও একবার পড়ে গিয়েছিলেন বাইডেন। সর্বশেষ এই পড়ে যাওয়ার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা যায়, সদ্য স্নাতক শেষ করা ক্যাডেটদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন বাইডেন। তারপর এক ক্যাডেটের সঙ্গে হাত মেলানো শেষে ফিরছিলেন নিজের আসনে। হঠাৎই মঞ্চের ওপর মুখ থুবড়ে পড়ে যান তিনি। এ ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি। তবে তিনি টুইটারে লিখেছেন, ‘যখন প্রেসিডেন্ট করমর্দন করছিলেন, সেখানে মঞ্চে একটি বালুর ব্যাগ ছিল।’ এদিকে অনুষ্ঠান শেষে হোয়াইট হাউসে ফেরার সময় হাস্যরত বাইডেন সাংবাদিকদের কাছে মজা করে বলেন, ‘আমি বালুর বস্তায় আটকে গিয়েছিলাম।’ অন্যদিকে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ৭৬ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পুরো জিনিসটিই উন্মত্ত।

আমি আশা করি তিনি আঘাত পাননি। তবে এটি অনুপ্রেরণামূলক নয়।’ তিনি আরও বলেন, ‘আপনি চান বা না চান। আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে।’

প্রসঙ্গত, এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ফলাও করে এ ঘটনা প্রচার করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর