শিরোনাম
রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

টেকনাফে পাঁচ রোহিঙ্গা যুবককে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা যুবককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ২৫ নম্বর আলীখালী ক্যাম্পের ডি/২০ ব্লকের রহিম উল্লাহর দোকানের সামনে থেকে শুক্রবার রাত ৮টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের অপহরণ করে। অপহৃত যুবকরা হলেন ডি/২০ ব্লকের নূর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আবদুুর রহমানের ছেলে আবদুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার (মিডিয়া) জামাল পাশা গতকাল বলেন, অপহরণকারীরা মুখোশ পরা ও অস্ত্রধারী ছিল। রোহিঙ্গা সন্ত্রাসীরাই এতে জড়িত থাকতে পারে। ওই ক্যাম্পের মাঝি নুরুল আমিন বলেন, এক দিন পরও অপহৃতদের খোঁজ পাওয়া যায়নি। টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর