শিরোনাম
সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

অস্থির পিঁয়াজের বাজার আমদানির সিদ্ধান্ত

কৃষকের স্বার্থ রক্ষায় গত ১৫ মার্চ থেকে পণ্যটি আমদানির অনুমতি বন্ধ রাখা হয়েছিল

নিজস্ব প্রতিবেদক

অস্থির পিঁয়াজের বাজার আমদানির সিদ্ধান্ত

দাম বাড়ার পরিপ্রেক্ষিতে অবশেষে পিঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়, যা আজ থেকে কার্যকর হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় জানায়, দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কৃষকের স্বার্থ রক্ষায় বিগত ১৫ মার্চ থেকে পণ্যটি আমদানির অনুমতি বন্ধ রাখা হয়েছিল।

এদিকে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক সেমিনার শেষে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেন, পিঁয়াজ আমদানির বিষয়টি আমাদের জন্য উভয়সংকটের মতো আমদানির অনুমতি দিলে দাম অনেক কমে যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয়; চাষে আগ্রহ হারিয়ে ফেলে। আর আমদানি না করলে দাম বেড়ে যায়, ভোক্তাদের কষ্ট হয়।

সর্বশেষ খবর