রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

দুই ভাই বানালেন কাঠের গাড়ি

কিশোরগঞ্জ প্রতিনিধি

দুই ভাই বানালেন কাঠের গাড়ি

কাঠের জিপ গাড়ি তৈরি করেছেন দুই ভাই। পরিবেশবান্ধব সৌরচালিত চার চাকার এ গাড়িটির গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার হাপানিয়া এলাকার দুই ভাই এনামুল হক বুলবুল ও ইমরানুল হক গাড়িটি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। হাপানিয়া এলাকার এমদাদুল হক জসিমের তিন ছেলে মনির, বুলবুল ও ইমরান। তিন ভাইয়ের নামের আদ্যক্ষর দিয়ে গাড়িটির নাম দেওয়া হয়েছে এমবিআই। গত বছরের প্রথম দিকে বুলবুল ও ইমরান তৈরি করেন গাড়িটি। যা তৈরিতে ব্যবহার হয়েছে কাঠ, চারটি চাকা, স্টিয়ারিং, ১২০০ ওয়াটের একটি মোটর, ১৫০ এমপিয়ারের চারটি ব্যাটারি ও ৪০০ ওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্যানেল। এনামুল হক বুলবুল জানান, গাড়ির ব্যাটারি ফুলচার্জ হতে সময় লাগে প্রায় আট ঘণ্টা। ফুলচার্জে এটি টানা ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। জিপ গাড়িটির দৈর্ঘ্য ৮ ফুট ও প্রস্থ ৪ ফুট। চালক ছাড়া তিন যাত্রী ধারণ ক্ষমতার এ গাড়িটি। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। সময় লেগেছে তিন মাসের মতো। বুলবুল আরও জানান, তিনি একজন ফার্নিচার ব্যবসায়ী। ছোটবেলা থেকেই নতুন কিছু করার আগ্রহ ছিল তার। বড় হয়ে তা বাস্তবে পরিণত করেছেন। যার সফল বাস্তবায়ন হয় গত বছর। ছোট ভাই ইমরানুল হক স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার সহযোগিতায় গাড়িটি তৈরি করেছেন তিনি। বুলবুল জানান, এর আগে সোলার মোটরবাইক ও শিশুদের খেলনা গাড়ি তৈরি করেন তিনি। পরিবেশ ও জ্বালানি খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে কাঠ দিয়ে সৌরবিদ্যুতের চার চাকার এ জিপ গাড়িটি তৈরি। এতে একদিকে জ্বালানির যেমন সাশ্রয় হবে, পরিবেশেরও কোনো ক্ষতি হবে না। পারিবারিকভাবে এখন গাড়িটি ব্যবহার করছেন তারা। সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে এমন গাড়ি তৈরির চিন্তা রয়েছে, জানান বুলবুল। গাড়িটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। তারা প্রশংসা করছেন আবিষ্কারক দুই ভাইয়ের। পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু বলেন, জিপ গাড়িটি জেলায় সাড়া ফেলেছে। তিনি বলেন, এমন উদ্ভাবনকারীদের সাহস এবং সরকারি সহযোগিতা দিলে, তারা আরও ভালো কিছু করতে পারবে।

সর্বশেষ খবর