রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

সিংহরাজের দাম ২৫ লাখ

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

সিংহরাজের দাম ২৫ লাখ

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিঙ্গা গ্রামে ৩৫ মণ ওজনের একটি গরু ঘিরে ব্যাপক আলোচনা হচ্ছে। স্থানীয়রা গরুটিকে ‘সিংহরাজ’ নামেই চেনেন। গত বছর কোরবানির ঈদে গরুটি হাটে তোলা হয়েছিল। কাক্সিক্ষত দাম না পাওয়ায় গরুর মালিক সুচিন্ত কুমার সেন সেটি বিক্রি করেননি। এবারের কোরবানি ঈদে গরুটি বিক্রি করতে চান তিনি। ৩৫ মণ ওজনের সিংহরাজ বিক্রির জন্য ২৫ লাখ টাকা দাম চাচ্ছেন। প্রতিদিন বিশাল আকৃতির গরুটি দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন ক্রেতা-দর্শনার্থী।

জানা গেছে, ২০২১ সালে কুষ্টিয়ার বলিয়াহাট থেকে ৭৫ হাজার টাকায় গরুটি  কেনেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিঙ্গা গ্রামের কৃষক সুচিন্ত কুমার সেন। ভালোবেসে গরুটির নাম দিয়েছেন ‘সিংহরাজ’। বর্তমানে গরুটির ওজন প্রায় ৩৫ মণ। গরুটি খড়, গম, ছোলা, চালের গুঁড়া, আলু ও ঘাস খাইয়ে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করছেন। গরুর মালিক সুচিন্ত কুমার সেন বলেন, ‘গরুটি জেলার মধ্যে সবচেয়ে বড়। রাজবাড়ীসহ আশপাশের জেলায় গরুটির নাম ছড়িয়ে পড়েছে। প্রতিদিন এটি দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। এবার কোরবানি ঈদে গরুটি বিক্রি করব। গরুর জন্য খরচ জোগাতে হিমশিম খাচ্ছি। গো-খাদ্যের অনেক দাম। খুব কষ্ট করে গরুটি চার বছর ধরে লালন-পালন করছি।’ রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহম্মেদ বলেন, ‘সিংহরাজ’ জেলার মধ্যে সবচেয়ে বড় গরু। তবে বড় গরুতে অতিরিক্ত খরচ হয় মালিকদের। সিংহরাজ সত্যিকার অর্থেই প্রাকৃতিক খাদ্য খেয়ে বড় হয়েছে। কোরবানির জন্য সিংহরাজ বেশ ভালো মানের পশু হবে। রাজবাড়ীতে এ বছর ৫৪ হাজার ৫২৫টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানান এই প্রাণিসম্পদ কর্মকর্তা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর