রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

বিদ্যুতের চলমান সংকট সাময়িক

গোলটেবিলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের চলমান সংকট খুব সাময়িক। তিনি বলেন, ‘মাঝের এ তিনটা বছরে খারাপ পরিস্থিতি না এলে আমরা একটা ভালো পরিকল্পনার মধ্যে ছিলাম। এখন যে সংকট দেখা যাচ্ছে, তা খুব সাময়িক। এত নিরাশ হওয়া যাবে না, পরিস্থিতি আরও ভালো হবে। এখন কয়লা আসছে, গ্যাসও আসছে, বিদ্যুৎও ঠিক হবে। তবে আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’ রাজধানীর ঢাকা গ্যালারিতে গতকাল ‘শতভাগ বিদ্যুতায়ন এবং অতঃপর?’ শীর্ষক গোলটেবিল বৈঠক তিনি এসব কথা বলেন। এডিটরস গিল্ডের সভাপতি মোজ্জামেল বাবু অনুষ্ঠান সঞ্চালনা করেন। নসরুল হামিদ বলেন, ‘শতভাগ বিদ্যুৎ করলাম একেবারে কভিডের সময়। তারপর চাহিদা বেড়ে গেল কিন্তু কভিড তো ছিল। সব আমদানি বন্ধ ছিল, সব কাজ বন্ধ ছিল। দুই-তিনটা বছর এই সেক্টরে কাজ বন্ধ ছিল। আমাদের পাইপলাইনগুলো ও ট্রান্সমিটারগুলো আসেনি। নিউক্লিয়ার পাওয়ার পিছিয়ে গেছে। সে কারণে আমাদের গ্যাসভিত্তিক ও কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট পিছিয়ে গেছে। কভিড থেকে বের হওয়ার পর এলো ইউক্রেন যুদ্ধ। এ কারণে সব ইউরোপে ঝাঁপিয়ে পড়ল; আমরা যে সোর্স থেকে গ্যাস নিতাম, সেই সোর্সের ওপর। গ্যাসের দাম ৭০ ডলার হয়েছিল। বাধ্য হয়ে লোডশেডিং করতে হয়েছে। সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক মো. শাহারিয়ার আহমেদ চৌধুরী, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য (গ্যাস) মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন, অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ, পাওয়ার অ্যান্ড এনার্জির সম্পাদক মোল্লা এম আমজাদ হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর