সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

পাচারের নেপথ্যে রোহিঙ্গা সংকট

------- মে. জে. (অব.) আবদুর রশীদ

পাচারের নেপথ্যে রোহিঙ্গা সংকট

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড বাংলাদেশ নিয়ে মাদক ব্যবসায় অর্থ পাচারের যে তথ্য দিয়েছে, তার নেপথ্যে রোহিঙ্গা সংকটকে দায়ী করেছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ। তিনি বলেছেন, মাদকের আড়ালে অর্থ পাচার বাড়ছে। আমাদের পূর্ব সীমান্ত খোলা। এ সীমান্তে স্থিতিশীলতা আনতে প্রয়োজন দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান। সীমান্ত নিরাপত্তা বড় ইস্যু। আমাদের সীমান্ত রক্ষা করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ। তিনি বলেন, আঙ্কটাড মাদক সংশ্লিষ্ট অর্থ পাচারের বিষয়টি মনিটরিং করছে। আঙ্কটাড মাদকের অর্থ পাচারের বিষয়ে যে তথ্য দিয়েছে, তা অত্যন্ত উৎকণ্ঠার। যদিও বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না। এ নিরাপত্তা বিশ্লেষক বলেন, বাংলাদেশের যুব সমাজকে মাদকমুক্ত করতে হবে। আন্তর্জাতিক মাদক চোরাকারবারি চক্র যেসব দেশ মাদক উৎপাদন করে না, সেসব দেশকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করে। মাদক ব্যবসায় অর্জিত অর্থ অবৈধ। এই অবৈধ অর্থ জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার হয়। যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। এখন জরুরি ভিত্তিতে মাদক পাচারের পথ বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর