মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিতে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, গত বছরের ১০ অক্টোবর এ আইনটি মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দেয়, এখন মন্ত্রিসভা এটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ আইনের আওতায় এখন থেকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন পরিচালিত হবে। এ-সংক্রান্ত একটা অফিস থাকবে। অফিসে একজন নিবন্ধক থাকবেন এবং নিবন্ধকের মাধ্যমে এ কাজটি করা হবে। যে কোনো নাগরিক জন্মের পরপরই নাগরিক সনদ বা একটি নম্বর পাওয়ার অধিকারী হবেন। এটা কোনো সময় পরিবর্তন করা যাবে না। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বর্তমানে যেসব জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীন আছে সেগুলো চলমান থাকবে বলে জানান মাহবুব হোসেন। এনআইডিতে ভুলের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভোগান্তি দূর করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এনআইডির ভুল থাকলে কীভাবে সংশোধন হবে, সেগুলো সহজ করার ব্যবস্থা নেওয়া হবে। যাদের এখনো জন্মনিবন্ধন বা এনআইডি হয়নি তাদের বিষয়ে সচিব বলেন, তারা এখন নতুন নম্বর পাবেন। মাহবুব হোসেন বলেন, সব নাগরিকের একটি ইউনিক নম্বর থাকা দরকার। এতদিন হয়তো বিভিন্ন ধাপে নম্বরগুলো দিয়েছি। যেটা নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি করছে। এখন প্রত্যেক নাগরিকের একটি নম্বর থাকবে, যেটি তার আইডেন্টিটি হবে।

মন্ত্রিপরিষদ সভা শেষে সচিব জানান, শরীয়তপুর ও ঠাকুরগাঁওয়ে নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এজন্য দুটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে শরীয়তপুরের বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর’। আর ঠাকুরগাঁওয়ের বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’। শরীয়তপুরের বিশ্ববিদ্যালয়টির প্রস্তাবিত নাম ছিল ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ করার জন্য একটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (দ্বিতীয় সংশোধন) আইন এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সর্বশেষ খবর