মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেন

ব্যবহার হবে কিউআর কোড স্মার্ট অ্যাপ

শাহেদ আলী ইরশাদ

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেন বা নগদ টাকাবিহীন লেনদেনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে একযোগে ক্যাশলেস লেনদেন কার্যক্রম উদ্বোধন করবে বাংলাদেশ ব্যাংক। ক্রেতা-বিক্রেতাদের জাল, ছেঁড়া ফাটা নোট, ছিনতাইসহ বিভিন্ন প্রতারণা রোধে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, জনগণের সব ধরনের লেনদেন প্রক্রিয়া ডিজিটালাইজড করার মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের আওতায় আনতে ক্যাশলেস কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। পশু ক্রেতারা বাংলা কিউআর কোড ও স্মার্ট অ্যাপের পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, এমএফএস ব্যবহার করে কোরবানির পশুর দাম পরিশোধ করতে পারবেন। ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষকে সহায়তা করবে। এসব হাটের ক্রেতা ও বিক্রেতাকে টাকা বহনের ঝামেলা পোহাতে হবে না।

পশু বিক্রেতাদের ডিজিটাল মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার জন্য ইতোমধ্যে সারা দেশের খামারিদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্পন্ন করেছে দেশে কার্যরত সরকারি-বেসরকারি ব্যাংকগুলো। গরুর হাটে বাংলা কিউআর কোড, পয়েন্ট অব সেল মেশিন, এজেন্ট ব্যাংকিং, অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেনের ব্যবস্থা করা হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলো। এ বিষয়ে জানতে চাইলে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গতবার কোরবানির গরুর হাটেও আমরা ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করেছিলাম। এবারও বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে গরুর হাটে বাংলা কিউআর কোড, স্মার্ট অ্যাপ, এমএফএসসহ সব মাধ্যমে ক্যাশলেস লেনদেনের ব্যবস্থা রাখা হচ্ছে। কৃষকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহী করতে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০৪১ এবং জাতীয় অন্তর্ভুক্তির কৌশল অনুসারে জনগণের সব লেনদেন প্রক্রিয়া ডিজিটালাইজড করতে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের আওতায় আনার লক্ষ্যে ক্যাশলেস কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত ১৮ জানুয়ারি রাজধানীর মতিঝিলে বাংলা কিউআর কোড পেমেন্ট চালু করেছে। এ কার্যক্রমের আওতায় ২০২৩ সালের কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাটে লেনদেনে বাংলা কিউআর কোড ও সব ধরনের স্মার্ট মাধ্যম ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী সপ্তাহে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো উল্লিখিত হাটে বুথ বসানোর কার্যক্রম শুরু করবে।  জানা গেছে, প্রতি বছর দেশের কোরবানির বাজারে ৭০ হাজার কোটি নগদ টাকা লেনদেন হয়। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে ২০২২ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রথমবারের মতো ছয়টি বুথ বসিয়ে ডিজিটাল লেনদেন চালু করা হয়। মাত্র চার দিনে বুথের মাধ্যমে ৩৩ কোটি টাকা লেনদেন হয়। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি হাট, চট্টগ্রাম সিটি করপোরেশনের দুটি কোরবানির পশুর হাটেও ডিজিটাল বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

সর্বশেষ খবর