মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে দুজন, করোনায় মৃত্যু একজনের

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন। গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৪০ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ১৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫০ জন ও ঢাকার বাইরের ৩০ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৯০ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৬২ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি ৮২৮ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৭১৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২ হাজার ১২ জন এবং ঢাকার বাইরে ৭০২ জন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২৬ জন। দেশে গতকাল ১৪০ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫২ জনে দাঁড়িয়েছে। গতকাল নমুনা সংগ্রহ করা হয় ২ হাজার ১২টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৩০৬টি। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ১৪০ জনের শরীরে। এ ছাড়া সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গতকাল করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত পুরুষ রোগী মারা গেছেন ১৮ হাজার ৭৯১ জন, নারী রোগী মারা গেছেন ১০ হাজার ৬৬১ জন। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৩ দশমিক ৮০ শতাংশ, নারী রোগীর মৃত্যুর হার ৩৬ দশমিক ২০ শতাংশ।

 

 

সর্বশেষ খবর