মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

অস্ত্র মহড়ার পর পাল্টা হামলা

ইসি ডেকেছে কাউন্সিলর আফতাবকে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাঈদ মো. আবদুল্লাহর বাসার সামনে অস্ত্রসহ মহড়ার অভিযোগে বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খানকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবারের মধ্যে সশরীরে হাজির হয়ে ‘কেন তার প্রার্থিতা বাতিল কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না’ -এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি। এদিকে, সাঈদ আবদুল্লাহর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বাদী হয়ে মামলা করেছেন। গত ৬ জুন সাঈদ মো. আবদুল্লাহর বাসার সামনে ৭-৮টি মোটরসাইকেলসহ ২০-২৫ জন যুবক মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে। মোটরসাইকেল থেকে এক যুবক সাঈদ আবদুল্লাহর বাসার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে ভীতি প্রদর্শন করে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মহড়ায় অংশ নেওয়া যুবকদের সঙ্গে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানও ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় শুক্রবার নির্বাচন কমিশনে অভিযোগ ও এয়ারপোর্ট থানায় আফতাব হোসেন খানকে প্রধান আসামি করে মামলা করেন সাঈদ আবদুল্লাহ। পুলিশ শনিবার ভোররাতে তিনজনকে গ্রেফতার করে। মামলার পর থেকে কাউন্সিলর আফতাব আত্মগোপনে রয়েছেন। অস্ত্রধারী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কালাম আজাদ তুহিন রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। উদ্ধার হয়নি অস্ত্রও। এদিকে, সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির এ ঘটনার তদন্ত প্রতিবেদন ইসিতে পাঠিয়েছেন। এতে তিনি তদন্তে অস্ত্র প্রদর্শন ও মহড়ার সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেছেন। এরপর ইসি কাউন্সিলর আফতাব হোসেন খানকে নোটিস করেছে। অপরদিকে, মারধরের অভিযোগে কাউন্সিলর প্রার্থী সাঈদ মো. আবদুল্লাহকে প্রধান আসামি করে ১৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করে রবিবার রাতে এয়ারপোর্ট থানায় মামলা করেছেন মহানগর স্বেচ্ছসেবক লীগের অর্থ সম্পাদক শাহানুর আলম। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদিপ দাস। মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহানুর অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির গৌছ উলুম জামেয়া ইসলামী মাদরাসা ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক তিনি। ৬ জুন রাতে নৌকার পোস্টার নিয়ে ফেরার পথে ৩০-৪০টি মোটরসাইকেল যোগে শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জালালাবাদ গলির মুখে তার ওপর হামলা চালায়।

সর্বশেষ খবর