মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপ হতে পারে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গত ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করেছে। ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে নানা আলোচনা হচ্ছে। ভিসানীতির কারণে সরকার জামায়াতকে সমাবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, জামায়াত রাজনীতি করবে-এটাই তো স্বাভাবিক। এতদিন জামায়াত কেন রাজনীতি করতে পারেনি, সেটাই তো প্রশ্ন হওয়া উচিত। এখন কেন সরকার অনুমতি দিল। এ অনুমতি দিয়ে বোঝাতে চাচ্ছে সরকারের সঙ্গে তাদের আঁতাত হয়েছে। আসলে সরকার জামায়াতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা হয়। পরে গুম হওয়া ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। স্বাধীনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন। গয়েশ্বর বলেন, এই সরকারকে যেতে হবে। ‘নিরাপদ প্রস্থান’ চাইলে একটি মাত্র পথ খোলা আছে- তা হলো জনগণের মালিকানা ফেরত দিতে হবে। তাদের ভোটাধিকার তাদের কাছে ফেরত দিতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এক ভিসানীতির কারণে সরকারের সবাই প্রেশার মাপতে শুরু করেছেন, সুগার পরীক্ষা করছেন। সবকিছুরই তো শেষ আছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের মন্ত্রী-এমপি এবং তাদের নেতারা সংলাপ সংলাপ করছে। সংলাপ হতে পারে। কিন্তু তার আগে ১০ দফা মেনে নিতে হবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সংলাপ হতে পারে। স্থায়ী কমিটির এ সদস্য সাড়ে ১৪ বছরে ক্ষমতাসীন সরকারের আমলে গুম, খুন দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, এসব অপকর্মের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়তো ২-৩ শতাংশ সদস্য জড়িত থাকতে পারে। দুর্নীতি অপকর্মের সঙ্গে সচিবালয়েরও হয়তো একই অবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী এবং আমলাদের অধিকাংশই ভালো ও নিরপেক্ষ। তারা তো সরকারের কোনো অপকর্মের দায়ভার নেবে না।

 

 

সর্বশেষ খবর