বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

লাগাম টানা দরকার মূল্যস্ফীতির

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমলেও দেশের বাজারে এর কোনো প্রভাব নেই। ফলে লাগামহীনভাবে বাড়ছে মূল্যস্ফীতি। মে-২০২৩ শেষে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৪ শতাংশে দাঁড়িয়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, বাস্তবে মূল্যস্ফীতির এ হার আরও বেশি। এখনই মূল্যস্ফীতির লাগাম টানতে না পারলে সামনে আরও খারাপ কিছু হবে। এ জন্য মুদ্রাবাজারে মনিটরিং বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, পণ্যমূল্য কমানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করেছে, এর প্রভাব দেশীয় বাজারে ফেলতে হলে এখানে মনিটরিং বাড়াতে হবে। সিন্ডিকেট ভাঙতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। তাদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মানিক মুনতাসির

 

মনিটরিং বাড়াতে হবে অভ্যন্তরীণ বাজারে

মুদ্রাবাজারের দিকে নজর দিতে হবে

পণ্যমূল্য কমানোর উদ্যোগ নিতে হবে

সর্বশেষ খবর