বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

মনিটরিং বাড়াতে হবে অভ্যন্তরীণ বাজারে

--- ড. এ বি মির্জ্জা আজিজুল

মনিটরিং বাড়াতে হবে অভ্যন্তরীণ বাজারে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ‘আমি আগেই বলেছি এবারের বাজেটে মূল্যস্ফীতি কমানোর মতো কোনো নিয়ামক রাখা হয়নি। ডলার সংকট কাটানোর মতোও বাস্তব কোনো পদক্ষেপের কথা বলা হয়নি। তাই আমি আবারও বলছি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ বাজারে মনিটরিং বাড়াতে হবে। এখানে পণ্যবাজার, মুদ্রাবাজার দুটোই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করতে পারে না। এখানে বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর হতে হবে।’

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এই অর্থনীতিবিদ বলেন, সরকার এবার বৈদেশিক ঋণ কম নেবে। আবার বাজেট ঘাটতিও রেকর্ড পরিমাণ। সে ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংক থেকে টাকা নেবে। আবার বলা হচ্ছে, এবার মুদ্রানীতি হবে সংকোচনমূলক। এতে তো বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাবে। যার প্রভাব পড়বে কর্মসংস্থানে। এমনিতেই বেকারের সংখ্যা বেড়েছে। মানুষের আয়-রোজগার কমেছে। কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়েছে। প্রস্তাবিত বাজেটেও সাধারণ মানুষের জন্য তেমন কোনো সুখবর দিতে পারেননি অর্থমন্ত্রী। ফলে মূল্যস্ফীতি কমবে বলে মনে হয় না। সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন। তবে সরকার যদি পণ্যবাজারসহ স্থানীয় মুদ্রাবাজারে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, তাহলে কিছুটা উপকার হতে পারে। এটার জন্য সবার আগে ডলার সংকট মেটাতে হবে। আর ডলার সংকট মেটাতে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি বাড়াতে হবে বলে তিনি মনে করেন। এ জন্য দরকার হবে রপ্তানি ও শ্রমবাজারের নতুন ক্ষেত্র অনুসন্ধান করা এবং সেগুলোর সম্প্রসারণ করা।

 

সর্বশেষ খবর