শিরোনাম
বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

মুদ্রাবাজারের দিকে নজর দিতে হবে

----- ড. সালেহউদ্দিন আহমেদ

মুদ্রাবাজারের দিকে নজর দিতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতির চাপ কমাতে হলে সবার আগে পণ্যমূল্য কমাতে হবে। একই সঙ্গে দেশের মুদ্রাবাজারে মনিটরিং বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে যা ঘোষণা করা হয়, পরবর্তী সময়ে তা মানা হয় না। এ ছাড়া সরকার ব্যাংক খাত থেকে বেশি পরিমাণে ঋণ নেয়। যার প্রভাব পড়ে বেসরকারি খাতে। এবার আবার বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন মুদ্রানীতিতে মুদ্রা সরবরাহ কমানো হবে। এতে করে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হবে। যার নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থান ও উৎপাদনের ওপর। জ্বালানি সংকটের কারণে এমনিতেই তো শিল্প খাতের উৎপাদন কমেছে। শিল্পোদ্যোক্তারা বলছেন, তাদের শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে এখানে ঋণপ্রবাহ বেশি কমানো হলে এ খাতে সংকট আরও বাড়বে বলে মনে করেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। সেখানে পরোক্ষ করের বোঝা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এর প্রভাবে পণ্যমূল্য আরও বাড়বে, যার ধাক্কা পোহাতে হবে সাধারণ মানুষকে। এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মূল্যস্ফীতির চাপ কমাতে হলে আগে উৎপাদন বাড়াতে হবে। এরপর অবশ্যই জিনিসপত্রের দাম কমাতে হবে। একই সঙ্গে বাজারে সিন্ডিকেট ভাঙতে হবে। সরকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তাদের সব দাবি মেনে নেয়। এতে করে বাজারে আর কোনো মনিটরিং থাকে না। জিনিসপত্রের দামও কমে না। সাবেক এই গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে হলে ডলারের একক রেট বাস্তবায়ন করতে হবে। আর ডলার সংকট কাটাতে হলে রেমিট্যান্স বাড়ানোর পাশাপাাশি বিদেশি বিনিয়োগ বাড়ানো আরও জরুরি। আইএমএফের ঋণের শর্ত পরিপালন করতে গিয়ে মূল্যস্ফীতি লাগামহীনভাবে বাড়ছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, এর একটা প্রভাব তো আছেই। তবে আইএমএফ তো আরও কিছু সংস্কারের কথা বলেছে। একই সঙ্গে খেলাপি ঋণ কমানো, ব্যাংক খাতের দুর্নীতি কমিয়ে আনার পরামর্শও দিয়েছে। সেগুলো পরিপালন করলে তো মূল্যস্ফীতির ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাবই পড়ত।

সর্বশেষ খবর