বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

পণ্যমূল্য কমানোর উদ্যোগ জরুরি

--- ড. জাহিদ হোসেন

পণ্যমূল্য কমানোর উদ্যোগ জরুরি

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দিতে হলে আগে পণ্যমূল্য কমাতে হবে। উৎপাদন বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকারের বাজেটনীতি ও মুদ্রানীতি এক হতে হবে। রাজস্বনীতিতে তো পরোক্ষ কর বাড়ানো হয়েছে। এতে করে মানুষের ওপর নতুন করে চাপ সৃষ্টি হবে।  আবার বলা হচ্ছে, এবার মুদ্রানীতিতে ঋণপ্রবাহ কমানো হবে। অন্যদিকে সরকার ব্যাংক থেকে বেশি টাকা নেবে। ফলে এসব নীতি তো একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক। বাজেটের ঘোষণা অনুযায়ী সরকার এবার বৈদেশিক ঋণ কম নেবে। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ঋণ বেশি নেবে। এটাও একটা ভ্রান্তনীতি বলে তিনি মনে করেন। এতে করেও মূল্যস্ফীতির চাপ আরও উসকে যাবে। তবে সরকারের উচিত হবে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করা। একসঙ্গে এক মাসে ১০-১৫ হাজার কোটি টাকা নিয়ে নিলে বেসরকারি খাতে চাপ পড়বে। এতে মূল্যস্ফীতি কোনোভাবেই কমবে না বলে তিনি মনে করেন। তিনি বলেন, এর বাইরে মহৎ যেসব উদ্যোগ নেওয়া হয়, সেগুলো বাস্তবায়ন করতে হলে কঠোর অবস্থান নিতে হয়। কিন্তু ফাইনালি সেটা হতে দেখা যায় না। আবার এসব সিদ্ধান্ত কার্যকর হতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়, যা মূলত সরকারের হাতে থাকে না। বাজেটেও পণ্যমূল্য কমানোর কোনো উদ্যোগ চোখে পড়েনি। এখানে আরেকটি বিষয়কে আমলে নিতে হবে, সেটি হলো ডলার সংকট। এ জন্য রেমিট্যান্স, রপ্তানি আয় বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছে জ্বালানি সংকট। এটা যে কবে শেষ হবে তা তো বলা যাচ্ছে না। ফলে মূল্যস্ফীতি কমাতে হলে আগে রাজস্বনীতি ও মুদ্রানীতিতে সামঞ্জস্য আনতে হবে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর