বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

বকেয়া বেতন দাবিতে চট্টগ্রাম ও রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি কারখানায়। পরে পুলিশের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিষয়গুলো মীমাংসা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, জেলার বোয়ালখালীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে ফিগো ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল উপজেলার শাকপুরা ব ড়ুয়ার টেক এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। চট্টগ্রামের শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার ফজলুল করিম সেলিম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। আমরা বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি, তারা কারখানার সামনে আন্দোলন করেছে। মালিক পক্ষ আশ্বাস দিলেও বেতন পরিশোধ করেনি। শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বেতন না দিয়ে মালিক পক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। শত শত শ্রমিককে বিনা নোটিসে ছাঁটাই করেছে। আমরা বার বার বেতনের দাবি জানালেও তারা দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে আমরা আন্দোলন করছি। এ ব্যাপারে কারখানার ম্যানেজার সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, দুই মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে জেলার রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রবিন ট্যাক্স লিমিটেড নামের পোশাক কারখানায় প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। গত দুই মাসের বকেয়া বেতন-ভাতা দেই দিচ্ছি করে মালিকপক্ষ ঘুরাচ্ছেন। এ পর্যন্ত চার দফা মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা হলে বেতন-ভাতা পরিশোধ করে দেবে বলে আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি। গতকাল সকাল ৮টায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মালিকপক্ষের কাছে দুই মাসের বকেয়া বেতন-ভাতা দাবি করেন। বেতন-ভাতা পরিশোধের আশ্বাস না পেয়ে শ্রমিকরা কারখানার ভিতরেই বিক্ষোভ করেন। মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলেও তাৎক্ষণিক বেতন-ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা তাদের অবস্থান থেকে বিক্ষোভ চালিয়ে যান। কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক আমেনা বেগম, হাসনা জরিনা, সামসুল হক, আসমা বলেন, আমরা বেতন না পেলে খাব কী, আর ঘর ভাড়া দিব কীভাবে।

 বেতন-ভাতা না পেয়ে আমরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছি। কারখানার মহাব্যবস্থাপক আদনান বলেন, মালিকের সঙ্গে কথা হয়েছে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে দেওয়া হবে। শ্রমিকদের বলা হচ্ছে কাজে যোগ দেওয়ার জন্য। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আজকে অর্ধেক বেতন-ভাতা দিয়ে দেবে। আগামী বৃহস্পতিবার বাকিটা পরিশোধ করা হবে।

সর্বশেষ খবর