বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা
তারুণ্যের সমাবেশে ফখরুল

সরকারের কাঁপুনি শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকারের কাঁপুনি শুরু হয়েছে

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় গতকাল তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -বাংলাদেশ প্রতিদিন

মার্কিন নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ সরকারের হাঁটু কাঁপুনি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নেতা-কর্মীরা আহত হয়েছেন। এ সময় বিএনপি নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মনীষীদের আলোকচিত্র ভাঙচুর করেন।

সমাবেশে মির্জা ফখরুল দাবি করেন, আমরা এখন বাইরে মুখ দেখাতে পারি না। আমেরিকা আমাদের নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞার পর তারা বলে আমরা ভয় পাই না। কিন্তু বাস্তবে এমন ভয় পেয়েছে হাঁটু কাঁপতে শুরু করেছে। কারণ তাদের সবকিছু তো বিদেশে। টাকা পাচার করেছে। এবার যদি ভোটে আবার কারচুপি করে, অথবা ওই ‘কুত্তা মার্কা’ নির্বাচন করে, তাহলে রেহাই নাই। এবার রেহাই নাই। আর রেহাই দেওয়া যাবে না।

এর আগে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে যোগদান করতে দুপুর থেকেই চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আসতে থাকেন সমাবেশস্থল নগরীর কাজীর দেউড়ির দিকে। এ সময় নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সমাবেশ শুরু হওয়ার আগেই কানায় কানায় ভরে যায় কাজীর দেউড়ি এলাকা। সমাবেশে আসার সময় নগরীর চকবাজার মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন নেতা-কর্মী আহত হন। বিএনপি নেতা-কর্মীরা জামালখান এলাকায় লাগানো বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বিভিন্ন মনীষীর আলোকচিত্র ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারুণ্যের সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ  চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বরকত উল্লা বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা  গোলাম আকবর খন্দকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় নেতা মীর হেলাল প্রমুখ। বেগম খালেদা জিয়াকে পয়জনিং করা হয়েছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে, মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে আটক করে রেখেছে। শুধু আটক করে রাখেনি, তিনি অত্যন্ত অসুস্থ। তাঁকে কারাগারে অনেক দিন আটক করে রাখা হয়েছিল। বারবার বলেছি, তাঁকে মুক্তি দিন। আমরা জানি না, তাঁকে পয়জনিং করা হয়েছে কি না? কারণ তিনি এখন যে অসুস্থ হয়েছেন, এতটা অসুস্থ হওয়ার কথা নয়। তাঁকে আবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর