বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা
সরগরম সিটি নির্বাচনের মাঠ

বর্জনের হুমকি জাপার ছাড় দিয়ে মাঠে রাখতে চায় আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নষ্ট হলে ভোট থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে জাতীয় পার্টি। এখনকার পরিবেশ নিয়ে সন্তুষ্ট জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। বরিশালের মতো পরিবেশ তৈরি করলে ভোটে থাকবেন না বলে ঘোষণা তার। গতকাল বেলা ১১টার দিকে নগরীর গণকপাড়া এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি কাপড়পট্টির দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন ও লাঙ্গল প্রতীকে ভোট চান। এ সময় তিনি এমন মন্তব্য করেন।

জাতীয় পার্টিও যখন হার্ডলাইনে যাওয়ার জন্য প্রস্তুত, তখন ছাড় দিয়ে হলেও মাঠে দলটিকে সক্রিয় রাখতে চায় আওয়ামী লীগ। আগের তুলনায় নগরীতে পোস্টার সাঁটানো কমিয়েছে আওয়ামী লীগ। সকালে কর্মসূচি রাখছেন না প্রার্থী নিজেই। যদিও আগে থেকেই রাজশাহীতে প্রচার-প্রচারণা নিয়ে কোনো বাধা দেওয়ার অভিযোগ করেননি কোনো প্রার্থী। জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘যদি আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাই তাহলে রাসিক নির্বাচনে প্রতিদ্বন্দি¦তামূলক নির্বাচন করব। বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে মারধর করা হয়েছে। তারা নির্বাচন থেকে সরে গেছে। এভাবে মারা খুবই অন্যায় হয়েছে। তবে আমরা মাঠ থেকে সরব না, শেষ পর্যন্ত দেখতে চাই।’ তিনি রাজশাহীর রাজনীতিবিদদের অনুরোধ করে বলেন, ‘রাজশাহীর মানুষ খুব শান্ত, আমাদের এই পরিবেশটা যেন নষ্ট না হয়। এটি সবার কাছে আমার অনুরোধ যেন আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যেতে পারি। শান্তি প্রিয় মানুষদের যেন অবহেলিত না করি। রাজশাহীর দুর্নাম যেন আমরা কেউ কুড়ায়ে না নিয়ে আসি, এটি আমার সবচেয়ে বড় প্রত্যাশা।’ বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে ইভিএমে কারচুপির অভিযোগ করেন জাতীয় পার্টির এই প্রার্থী। রাজশাহীতেও ইভিএম নিয়ে সন্দেহ আছে বলে উল্লেখ করে তিনি বলেন, ইভিএম ছেড়ে দিয়ে ওপেন মাঠে এলে আমরা আরও সুন্দর মাঠে ফাইট দেব। ইভিএমেও যদি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরি না হয় তাহলে আমরাও ভোট বর্জন করতে বাধ্য হব।’ জাতীয় পার্টির প্রার্থী যখন সুষ্ঠু পরিবেশের দাবি তুলেছেন, তখন আওয়ামী লীগও চায় রাজশাহীর পরিবেশ শান্ত রাখতে। ইতোমধ্যে প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নিজেই কর্মীদের বার্তা দিয়েছেন, যাতে কোনোভাবে রাজশাহীর পরিবেশ অস্থিতিশীল না হয়। অতিউৎসাহী কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা প্রচারণায় বাধা দিলেও তার বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা শুরু থেকেই চেয়েছি, রাজশাহীর পরিবেশ স্থিতিশীল রাখতে। এখনো সেই পরিবেশ আছে। ভবিষ্যতেও থাকবে। অতীতেও ভোট নিয়ে রাজশাহীর পরিবেশ অস্থিতিশীল হয়নি, আগামীতেও হবে না। আওয়ামী লীগ সবসময় সুষ্ঠু ভোটের পক্ষে। ২১ জুন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বুঝিয়ে দেবেন, যারা নির্বাচন বর্জন করেছেন, তারা ঠিক করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর