শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর বিএনপির ২৪ নেতা কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর বিএনপির ২৪ নেতা কর্মী গ্রেফতার

চট্টগ্রামে ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধুর স্থিরচিত্র -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র ভাঙচুরের ঘটনায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ২৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আ স ম মাহতাব উদ্দিন।

তিনি বলেন, কোতোয়ালি থানাধীন জামালখান এলাকায় বিভিন্ন দেয়ালে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সংবলিত ট্যাম্পার্ড, ম্যুরাল ভাঙচুর করার ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখ করে ২৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম কলেজ গেট এলাকায় নাশকতার ঘটনায় ৬০ জনের নাম উল্লেখসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ দুই ঘটনায় নগরের কোতোয়ালি, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও ও মহানগর গোয়েন্দা বিভাগ বুধবার রাতে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করে। প্রসঙ্গত, বুধবার নগরীর কাজির দেউড়ি এলাকায় দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে যাওয়ার পথে চট্টগ্রাম কলেজ এলাকায় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। পথে জামাল খান এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মনীষীদের আলোকচিত্র ভাঙচুর করে।

সর্বশেষ খবর