শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

বিএনপিকে মাঠ ছাড়া করার ষড়যন্ত্রে সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আগামী সংসদ নির্বাচন থেকে বিএনপিকে সরিয়ে দিতে সরকার ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে স্থগিত মামলাগুলো আবারও সচল করে দ্রুত রায় দিয়ে মামলা শেষ করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, নির্বাচনের আগে বিএনপিকে মাঠছাড়া করা। তিনি আরও বলেন, আগের মতো একতরফা নির্বাচন করে ক্ষমতায় থেকে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। এ জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। চট্টগ্রামে ‘তারুণ্যের সমাবেশ’ ঘিরে ছাত্রলীগের সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, সমাবেশ থেকে ফেরার সময় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। তারা নিজেরাই হামলা ও ভাঙচুর করে মিথ্যা মামলা দিয়েছে। যুবদলের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কী একটা অবস্থা, আমাদের ওপর হামলা করে আবার আমাদের নামেই মামলা করে। গ্রেফতার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সম্প্রতি নরসিংদীতে চক্রান্তমূলক হত্যাকান্ড ঘটিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং তার স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানাসহ প্রায় ৫০ জনের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। খায়রুল কবির খোকনের বাসভবনসহ বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ যোগসাজশে কিছু সন্ত্রাসী দিয়ে এই হত্যাকান্ড এবং পরবর্তী সময়ে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। এগুলো খায়রুল কবির খোকনসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, চলমান সরকারবিরোধী আন্দোলনকে প্রতিহত করার হীন চেষ্টা। সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, মঞ্জুর এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর