শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

প্রচারণায় জলাবদ্ধতা ইস্যু সমাধানে নানা প্রতিশ্রুতি

সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রচারণায় জলাবদ্ধতা ইস্যু সমাধানে নানা প্রতিশ্রুতি

সিলেটে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল -বাংলাদেশ প্রতিদিন

তিন দিন ধরে সিলেটে থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে। বৃষ্টি হলেই নগরীর বিভিন্ন স্থানে জমছে পানি। জলাবদ্ধতায় নাকাল হচ্ছেন নগরবাসী। তাই নির্বাচনী প্রচারণায় অগ্রাধিকার পাচ্ছে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি। মেয়র নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নানা প্রতিশ্রুতি দিয়ে গতকাল দিনভর প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল। এ ছাড়া এ দিন আনোয়ারুজ্জামানের পক্ষে বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক।

গত বুধবার থেকে সিলেটে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। একটানা এক ঘণ্টা বৃষ্টি হলেই নগরীর ছড়া-খাল ও ড্রেন উপচে পানি ঢুকছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ফলে আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনের আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল জলাবদ্ধ এলাকায় গিয়ে গণসংযোগ করছেন। মেয়র নির্বাচিত হলে নগরীকে জলাবদ্ধতামুক্ত করতে মাস্টারপ্ল্যান প্রণয়ন করে ছড়া-খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন দুই মেয়র প্রার্থী। এদিকে গতকাল আনোয়ারুজ্জামান চৌধুরী নগরীর আম্বরখানা মণিপুরীপাড়ায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘সবার ভালোবাসায় নৌকা জয়ী হলে সব নাগরিক সমস্যা দূর করে সিলেটকে সবার জন্য একটা শান্তির নগরীতে পরিণত করা হবে। জলাবদ্ধতার অভিশাপমুক্ত হবে সিলেট নগরী। সিলেট নগর হবে একটি ক্লিন ও স্মার্ট নগরী।’ এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ। পরে তিনি আম্বরখানা এলাকার ব্যবসায়ীদের সঙ্গেও কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

এ ছাড়া এদিন হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার মসজিদে জুমার নামাজ আদায় করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। নামাজের পরে তিনি শাহপরাণ এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে নৌকার প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় নেতারা। এদিন নগরীর শেখঘাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এরপর তিনি নগরীর শিবগঞ্জ মণিপুরী মন্দিরে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এ ছাড়া নগরীর কুমারপাড়ার প্রধান নির্বাচনী কার্যালয়ে সিলেটের রংপুর সমিতির সঙ্গে মতবিনিময় করেন। নগরীর কালিঘাট পয়েন্টেও তিনি গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ ও মহানগর জাপার সদস্য সচিব আবদুস শহিদ লস্কর বশির প্রমুখ। পৃথক সভায় নজরুল ইসলাম বাবুল বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে সিলেটকে একটি আধুনিক নান্দনিক শহরে পরিণত করব। আমার প্রথম কাজ হবে দেশের সেরা বিশেষজ্ঞদের দিয়ে একটি মাস্টারপ্ল্যান করানো। আর সেই মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সিলেট নগরীকে জলাবদ্ধতামুক্ত করাসহ কাক্সিক্ষত উন্নয়ন করা হবে। পাঁচ বছরে নগরবাসীকে তাদের কাক্সিক্ষত নগর উপহার দেব ইনশা আল্লাহ।’

সর্বশেষ খবর