শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

ঢাকার দুই মহানগরসহ বিভিন্ন স্থানে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দুই মহানগরসহ বিভিন্ন স্থানে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল ঢাকা মহানগর বিএনপির পদযাত্রা -বাংলাদেশ প্রতিদিন

লোডশেডিং, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের মহানগরগুলোয় গতকাল পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

ঢাকার পদযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশকে নিয়ে সারা বিশ্বের মানুষ আজ উৎকণ্ঠায় আছে। বাংলাদেশের মানুষ আজ গ্যাস, তেল, বিদ্যুৎ ও পানির জন্য হাহাকার করছে। বাংলাদেশের মানুষ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আজকে ধন্যবাদ জানাই সেসব রাষ্ট্রকে যারা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলছে।’ গতকাল আজিমপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পদযাত্রাপূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। পদযাত্রাটি আজিমপুর মুসলিম এতিমখানা থেকে শুরু হয়ে উর্দুরোড, চকবাজার, আবুল হাসনাত রোড, নাজিম উদ্দিন রোড, বকশীবাজার হয়ে আরমানিটোলায় গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি দুপুর আড়াইটায় মিরপুর পল্লবী থেকে শুরু হয়ে আগারগাঁও গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।  বিভিন্ন স্থানে আরও পদযাত্রার খবর পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা-

বরিশাল : বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে গতকাল সকাল ১১টায় পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে পদযাত্রাপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক। বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া, কে এম শহীদুল্লাহসহ অন্যরা। পদযাত্রায় মহানগর বিএনপি এবং ৩০টি ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রংপুর : রংপুরে পদযাত্রা করেছে মহানগর বিএনপি। বিকালে নগরীর গ্রান্ড মোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের হয়ে নগরীর শাপলা চত্বর, সালেক পাম্প হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি, যুবদল, মহিলা দল, তাঁতীদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এর আগে পদযাত্রা উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নসহ অন্যরা। মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হকক (২৭) ও ছত্রদল কর্মী নাঈমকে (১৮) আটক করেছে পুলিশ। গতকাল বিকালে গাংনী শহরের কাথুলীমোড় থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি কিছু দূর অগ্রসর হলেই পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তাদের আটক করা হয় । গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বামুন্দী মাদরাসা প্রাঙ্গণ থেকে চার বিএনপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরে  অস্ত্র ও বিস্ফোরক আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজারভুক্ত আসামি ছিলেন নাজমুল ও নাঈম। গতকাল বিকালে হঠাৎ তাদের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে। তারা আতঙ্ক সৃষ্টি করে। এ কারণে তাদের আটক করা হয়েছে।

সর্বশেষ খবর