শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা
হেফাজতে নির্যাতন

পদ্মা সেতু দক্ষিণ থানার দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে সদ্য বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে গতকাল ওই আদেশ দেওয়া হয়েছে। আদেশটি সন্ধ্যায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছায়।

এর আগে মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম ও সুরুজ উদ্দিনকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়। তবে তারা এখনো শরীয়তপুরে কর্মরত

 রয়েছেন। মোস্তাফিজুরকে ৭ জুন পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে বদলি করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

শরীয়তপুরের নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠা-ু চোকদারকে তুলে নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক নেওয়ার এবং একটি ছিনতাই মামলার ৪ আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠার পর এই দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো। ওই ঘটনায় অভিযুক্ত আরেক পুলিশ কর্মকর্তা নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সর্বশেষ খবর