রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলা হলো প্রাইভেট কার থেকে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় প্রাইভেট কারে তুলে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই শেষে ফেলে দেওয়া হয়েছে যাত্রীকে। ভুক্তভোগী যাত্রী নাসির উদ্দিন কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানির সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি বিষয়টি গতকাল সাংবাদিকদের জানান।

নাসির উদ্দিন উল্লেখ করেন, বৃহস্পতিবার চট্টগ্রামে বাড়ি যাওয়ার জন্য কুমিল্লার পদুয়ার বাজারে অপেক্ষা করছিলেন। একটি প্রাইভেট কার সামনে এসে কোথায় যাবেন বলে চালক জিজ্ঞেস করেন। দরদাম করে তিনি গাড়িতে ওঠেন। গাড়িতে আগে থেকেই তিনজন যাত্রী ছিলেন। প্রাইভেট কারটি সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার তাজ পেট্রল পাম্পের কাছে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ ৩৮ হাজার টাকা লুটে নিয়ে তাকে ফেলে দেন। এ ঘটনায় তিনি সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, তিনি একটি সাধারণ ডায়েরি পেয়েছেন। একজন অফিসারকে দায়িত্ব দিয়েছেন। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।

 

সর্বশেষ খবর