রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

ভোটে হেরে ময়লা সংগ্রহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীর খালিশপুরে বঙ্গবাসী, চিত্রালী বাজার, নিউকলোনি, দুর্বার সংঘ, কাশিপুর এলাকা নিয়ে ১০ নম্বর ওয়ার্ড। প্রায় ৬ হাজার পরিবার এই ওয়ার্ডে বাস করেন। ১২ জুন সিটি নির্বাচনে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট পরাজিত হন। এরপর থেকেই বাড়ি বাড়ি ময়লা সংগ্রহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয়রা জানান, পরাজিত ওয়ার্ড কাউন্সিলরের নিয়োগ করা লোকজন প্রতিদিনের গৃহস্থালি ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতেন। কিন্তু নির্বাচনে কাজী তালাত হেরে যাওয়ার পর তা বন্ধ রাখা হয়েছে। এতে বাড়িতে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। জানা যায়, বিভিন্ন ওয়ার্ডে এনজিওর মাধ্যমে অর্থের বিনিময়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করা হলেও ওই ওয়ার্ডে কাজী তালাত হোসেন ব্যক্তিগত খরচে বাসিন্দাদের এই সুবিধা দিতেন। এ বিষয়ে কাজী তালাত হোসেন বলেন, ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার কথা ভেবে প্রতি মাসে লাখ টাকা ব্যয়ে ওই কার্যক্রম চালিয়ে আসছিলাম। এ জন্য ১১ জনকে নিয়োগ দিয়েছিলাম। ৫ বছর ধরে এই সুবিধা দিয়েছি, কারও কাছ থেকে ১০০ টাকাও নেওয়া হয়নি। যেহেতু আমি হেরে গেছি তাই ওয়ার্ডবাসীর বর্জ্য ব্যবস্থাপনার দায়ভার নেওয়া আর সম্ভব না। তাছাড়া ওইসব গাড়িচালকরা গাড়ির ব্যাটারিসহ অন্যান্য কিছু খুলে নিয়ে গেছে।

ময়লা সংগ্রহকারী একজন ভ্যানচালক বলেন, আমরা কাউন্সিলরের চাকরি করতাম। তিনি হেরে যাওয়ার পর আমাদের বেতন-ভাতা কে দেবেন সেই প্রশ্ন উঠেছে। তিনি আমাদের আর বেতন দিতে পারবেন না, জানিয়ে দিয়েছেন। এ জন্য আমরাও ময়লা সংগ্রহের কাজ বন্ধ করে দিয়েছি। এদিকে ১২ জুন কাউন্সিলর নির্বাচনে বিজয়ী মো. শরিফুল ইসলাম প্রিন্স এখনো দায়িত্ব গ্রহণ করেননি। তবে ওয়ার্ডবাসীর বর্জ্য ব্যবস্থাপনা দুর্ভোগের কথা ভেবে তিনি এরই মধ্যে পাঁচটি ময়লা সংগ্রহের গাড়ি কিনেছেন বলে জানা গেছে। দ্রুত তিনি আগের মতো ময়লা সংগ্রহের কাজ শুরু করবেন। সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, বিষয়টি আমি জেনেছি, খুব শিগগিরই এর সমাধান হবে।

সর্বশেষ খবর