রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা
সিকিমে পাহাড়ধস

আটকে পড়েছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের পর্যটক

কলকাতা প্রতিনিধি

অবিরাম বর্ষণের কারণে ১৪ জুন থেকে পাহাড়ি রাস্তায় ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিমের যোগাযোগব্যবস্থা। ফলে সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছেন অসংখ্য পর্যটক। ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের পর্যটকরাও এর মধ্যে আছেন।

সিকিম রাজ্য সরকারের পক্ষে এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত একটানা বৃষ্টির কারণে পাহাড় ধসে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে দেশি এবং বিদেশি মিলিয়ে                উত্তর সিকিমে অন্তত পক্ষে ২ হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন। উত্তর সিকিম জেলার সদর শহর মাঙ্গান থেকে চুংথাং পর্যন্ত রাস্তাটি পেগং সাপ্লাই খোলা নামক জায়গা অবরুদ্ধ হয়ে পড়েছে। যার কারণে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন। এর ফলে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত লাচেন এবং লাচুং এলাকার বিভিন্ন হোটেলে আটকে আছেন ১৯৭৫ জন দেশি ও ৩৬ জন বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশের, ১০ জন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তিনজন সিঙ্গাপুরের বাসিন্দা বলে জানা গেছে। কর্মকর্তারা আরও জানান, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি চার চাকার গাড়ি এবং ১১টি মোটরবাইকও আটকা পড়েছে। বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হবে। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ জুন রাতের পর থেকে ১৬ জুন গোটা দিন ভারী বৃষ্টিপাতের কারণে সিংটাম-ডিকচু-রাংরান-মঙ্গন-চুংথাং সংযোগকারী রাস্তাগুলোর বেশ কয়েকটি জায়গায় ভূমিধস ঘটেছে এবং কিছু রাস্তা পানির তোড়ে ভেসে গেছে।

সর্বশেষ খবর