সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা
অস্থিরতা তিন ক্যাম্পাসে

পরীক্ষা ক্লাস বন্ধ করে দিল ছাত্রলীগ

যবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও পাঠদান বন্ধ করে দিয়েছেন ছাত্রলীগের যবিপ্রবি শাখার নেতা-কর্মীরা। গতকাল থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিসহ বিভিন্ন বিভাগের সেমিস্টার ও স্পেশাল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর কথা ছিল। সকালে শিক্ষকরা খাতাপত্র নিয়ে পরীক্ষার হলে গেলেও শিক্ষার্থীদের কেউ সেখানে যেতে পারেননি।

রুটিন অনুযায়ী ২৪ জুন পর্যন্ত পরীক্ষা চলার কথা। কিন্তু পরীক্ষা শুরুর একদিন আগে শনিবার থেকে ১২ দফা দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রলীগ। গতকাল সকাল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে অবস্থান নেন। সেমিস্টার ফি কমানো, নবনির্মিত ভবনে  লিফট স্থাপন, দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বঙ্গবন্ধুর ছবি বিকৃতি মামলায় অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতিসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করেন তারা। এসব দাবি না মানলে ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুমকি দেন নেতারা। ছাত্রলীগের যবিপ্রবি শাখার সভাপতি সোহেল রানা বলেন, ‘১২ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষায় বসবেন না। যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ১২টি দাবির মধ্যে দু-একটি দাবি পূরণ তার এখতিয়ারের মধ্যে রয়েছে। বাকিগুলো বাস্তবায়নের এখতিয়ার রাষ্ট্রপতি ও ইউজিসির। উপাচার্য বলেন, ছাত্রলীগের দাবিগুলো বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও ইউজিসিকে জানানো হয়েছে। সেমিস্টার ফি কমানোর বিষয়টি ইউজিসির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। কারণ এর সঙ্গে বাজেটের বিষয় জড়িত। একাডেমিক ভবনে লিফট স্থাপনের জন্য ঠিকাদার নিয়োগ করা আছে, সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করা হচ্ছে।

সর্বশেষ খবর