সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

আপনারাও ভিসানীতি করেন দেখি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

‘আমরাও ভিসানীতি তৈরি করব’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারাও ভিসানীতি করেন দেখি! ‘বিএনপি খালি বিদেশিদের কাছে যায়’- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা মাঝে মাঝে আমাদের ডাকেন। তারাও আমাদের কাছে আসেন। তারা আমাদের কাছে জানতে চান, দেশ কীভাবে চলছে? দেশের কী অবস্থা, তোমরা কী করতে চাও, কী করবে?

গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা প্রকাশিত ‘চিরভাস্বর শহীদ জিয়া, জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, দলের শিক্ষা সম্পাদক ওবায়দুল ইসলাম, বইটির লেখক অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ শামীম ও এ কে এম মতিনুর রহমান প্রমুখ। বিএনপি মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত নীতি হলো, তিনি বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। সুতরাং তাঁরা তাঁদের কাজ করবেন। যেখানে গণতন্ত্র নেই, তাদের গণতন্ত্র সম্মেলনে ডাকেন না তাঁরা। আবার তাঁরা নিষেধাজ্ঞাও দেন। বিএনপি মনে করে, এখানে বাংলাদেশে জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এখানে ভোটের অধিকার দেওয়া হচ্ছে না। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। জাতি আজ চরম বিপদে আছে, এর থেকে উদ্ধার করতে হবে। তিনি আরও বলেন, এবার আর মানুষকে বোকা বানাতে পারবে না সরকার। বিএনপি মহাসচিব বলেন, জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আওয়ামী লীগের নেতা। আর যারা গোলাম রাব্বানীকে পিটিয়ে মেরেছে, তারাও আওয়ামী লীগের।

সর্বশেষ খবর