সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

হাট কাঁপাতে আসছে ২৯ মণের কালো মানিক

জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ

হাট কাঁপাতে আসছে ২৯ মণের কালো মানিক

এবারের কোরবানির ঈদে হাট কাঁপাতে হবিগঞ্জের বাজারে তোলা হবে ২৯ মণ ওজনের ‘কালো মানিক’কে। ফিজিয়ান জাতের চার বছর বয়সী বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের নসরতপুরে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। নসরতপুর গ্রামের মৃত হাজী আবদুুর রহমান কালা মিয়ার ফার্মে এই ‘কালো মানিক’কে লালন-পালন করা হচ্ছে। খামার কর্তৃপক্ষ যার দাম চাচ্ছে ১৬ লাখ টাকা। ষাঁড়টির পুরো শরীর কালো রঙের বলে নামকরণ করা হয়েছে কালো মানিক। জানা গেছে, ফিজিয়ান জাতের এই ষাঁড়টি তাদের নিজ খামারের গাভীর দেওয়া বাচ্চা। যেটিকে জন্মের পর থেকেই নিজ সন্তানের মতো করে লালন-পালন করছেন খামারের মালিকসহ কর্মচারীরা। কালো মানিককে প্রতিদিন ২ কেজি গমের ভুসি, ২ কেজি মসুর ডালের ভুসি, ১ কেজি ধানের কুড়া, ৩ কেজি ফিড, ১ কেজি খৈল, ১০ কেজি ধানের খড় ও ৩০ কেজি কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে। এ ছাড়াও গরুটিকে দিনে অন্তত ২ থেকে ৩ বার গোসল করানো হচ্ছে। কালো মানিকের পরিচর্যাকারী শ্রমিক হেলাল মিয়া জানান, ‘গরুটি অত্যন্ত শান্ত স্বভাবের। এটিকে আমি ছোটবেলা থেকেই দেখাশোনা করে আসছি।’ ফার্মের মালিকের ভাতিজা শামীম মিয়া জানান, ষাঁড়টি তাদের পরিবারের সবার অত্যন্ত প্রিয় ও সৌন্দর্যের প্রতীক। তাই তারা আদর করে নাম দিয়েছেন ‘কালো মানিক’। তিনি বলেন, ষাঁড়টির দাম এখন পর্যন্ত ১০ লাখ টাকা হলেও তারা বিক্রি করেননি।

সর্বশেষ খবর